Photo Credits: Twitter

২০২৪ সালের মধ্যে যে কটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য হল হরিয়ানা। হরিয়ানায় আগামী বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে আজ থেকে হরিয়ানায় দুদিনের সফরে যাবে নির্বাচন কমিশনের একটি দল। উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে ১২ মার্চ ২০২৪-এ  বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে জেজেপি।  বিজেপি এবং জেজেপি জোট ভেঙে যায় এবং মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তবে একই দিনে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন  নয়াব সিং সাইনি। বিধানসভার আগে তাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে জেজেপি, বিজেপি -‌জেজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন দুষ্মন্ত চৌটালা । জোট ভেঙে যাওয়ার পর এখন বিজেপির সমালোচনায় সরব হয়েছেন তিনিও। বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর লোকসভা ভোটে এককভাবে লড়েছিল জেজেপি যার ফল আশানুরুপ হয়নি। অন্যদিকে লোকসভা ভোটে পালে হাওয়া পেয়ে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। বিধানসভার ৭০টি আসনই জয়ের লক্ষ্য নিয়েছে তাঁরা।হরিয়ানা কংগ্রেসের পর্যবেক্ষক দীপক বাবারিয়া জানিয়েছেন, রাজ্যের ৪০ নেতার সঙ্গে বৈঠক করেছেনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যের দলের হাল-‌হকিকত নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে। লোকসভায় ভাল ফল হয়েছে। ৪৭ শতাংশে পৌঁছেছে ভোট শেয়ার। আমাদের লক্ষ্য ৭০ আসন। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু হচ্ছে।‌

হরিয়ানায় বিজেপি গত দশ বছর ধরে ক্ষমতায় থাকলেও সাম্প্রতিক কালে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল। সদ্য হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল আরও চিন্তা বাড়িয়েছে। পাঁচ বছর আগে রাজ্যের ১০ টি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার ৫ টি আসন হারিয়েছে তাঁরা। এবার দেখার হাত কি বাজিমাত করতে পারে নাকি আবার পদ্মই ফুটবে হরিয়ানায়।