BJP Flags (Photo Credits: IANS)

গুয়াহাটি, ২৪ এপ্রিল: অসমে গেরুয়া ঝড় অব্যাহত। গুয়াহাটি পৌরনিগমের ভোটে জয়জয়কার বিজেপি-র। অসমের রাজধানী শহরের পুরভোটে গণনার ঘণ্টাচারেক ফল দেখেই পরিষ্কার পদ্মই ফুটতে চলেছে। ৬০টি ওয়ার্ডের মধ্যে ৫৭চি-তে গণনা চলছে। আপাতত ৪৫টি আসনের ফল এসেছে। তার মধ্যে যেখানে ৪৩টি-তে জিতেছে বিজেপি, সেখানে কংগ্রেস এখনও খাতাই খুলতে পারেনি। তবে সবচেয়ে বড় খবর হল গুয়াহাটিতে এই প্রথম কোনও নির্বাচনে জিতল আম আদমি পার্টি। গুয়াহাটির ৪২ নম্বর ওয়ার্ডে জিতলেন কেজরিওয়ালের দলের প্রার্থী। ৯ বছর পর গুয়াহাটি পুরসভায় ভোট হচ্ছে। একটি ওয়ার্ডে এগিয়ে আছেন অসম গণ পরিষদের প্রার্থী।

গত বছর বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বে লড়ে বড় জয় পায় বিজেপি। বিধানসভা নির্বাচনের পর অসমে কংগ্রেস একেবারে ভেঙে পড়ে। ক মাস আগে অসমের বিভিন্ন স্থানে হওয়া ভোটেও সব জায়গায় বিজেপি জেতে। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর অসমে বিজেপি-র জয়রথ আরও গতি পেয়েছে। আরও পড়ুন: 

প্রায় দেড় হাজার ইলেকট্রিক স্কুটার ফেরাচ্ছে ওলা ইলেকট্রিক

অসমে আপ-এর শুরুতে চিন্তায় রাখবে তৃণমূলকে। কারণ অসমে কংগ্রেসের বড় নেতা রিপুন বোরাকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতেরএই রাজ্যে জোড়া ফুল ফোটাতে মরিয়া দিদির দল। কিন্তু গোয়ায় অনেক চেষ্টা করেও আম আদমি পার্টির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। গোয়া বিধানসভায় আপ আসন পেলেও, কংগ্রেস থেকে আসা অনেক বড় নেতা-বিধায়কদের পেয়েও খাতা খুলতে পারেনি তৃণমূল। বাংলার কাছের রাজ্যে অসমে তেমনটা হোক চাইবে না তৃণমূল।