কলকাতা, ১৩ জানুয়ারি: আজ বিকেলে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Derailment) ঘটে। ময়নাগুড়ি এবং দোমোহনির মাঝে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়। যার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ময়নাগুড়িতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন। রাজ্যের আধিকারিকরা গোটা ঘটনার তদারকি করছেন। উত্তরবঙ্গের (North Bengal) জেলাশাসক, পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা নিজেরা থেকে গোটা ঘটনার তদারকি করছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাঁরা আহত হয়েছেন, তাঁদের সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
Deeply concerned to hear about the tragic accident of the Bikaner-Guwahati Express in Maynaguri.
Senior Officers of the State Government, DM/SP/IG North Bengal are supervising rescue and relief operations. Those injured will receive medical attention, as early as possible.
— Mamata Banerjee (@MamataOfficial) January 13, 2022
এদিকে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর রাজ্যের সঙ্গে যোগাযোগ করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজে যাতে সব ধরনের সহযোগিতা করা যায়, সে বিষয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় আশ্বাস দিয়েছেন বলেও জানান হিমন্ত বিশ্বশর্মা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ট্যুইট করে জানান, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে তিনি রয়েছেন। আহতরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।