Gurugram Gang Rape Photo Credit: Twitter@timesofindia

উত্তরবঙ্গের এক মহিলাকে চাকরি দেওয়ার অজুহাতে গণধর্ষণ করার অভিযোগে চারজনকে গত মঙ্গলবার গ্রেফতার করেছে গুরুগ্রাম থানার পুলিশ। রবিবার সেক্টর ২৯ থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, তারই ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। উত্তরবঙ্গের দার্জিলিং-এর বাসিন্দা ওই মহিলা তার অভিযোগে বলেছেন যে তিনি বিবাহিত এবং তিন মাস আগে চাকরির সন্ধানে গুরুগ্রামে এসেছিলেন। মহিলা বলেন চাকরি খোঁজার এই সময়  পশ্চিমবঙ্গের বাসিন্দা জেফরিন খালকো ওরফে অরুণ কুমারের সাথে যোগাযোগ করেছিলেন তিনি। অভিযুক্ত অরুণ তাকে বলেছিল যে সে প্লেসমেন্টের কাজ করে এবং তাকে একটি চাকরি পাইয়ে দেবে। এরপর তারা একে অপরের সঙ্গে প্রতিদিন কথা বলতে শুরু করে। এরপর হঠাৎই অরুণ গত বছরের ১০ নভেম্বর চকরপুর গ্রামের ভাড়া বাড়িতে দেখা করতে বলে ওই মহিলাকে।  এরপর মহিলা অরুণের ঘরে পৌঁছলে তার হাত-পা বেঁধে এবং তার সহযোগী ইশুরাজ, সুমের ও আহমরাজসধ অরুণ ওই মহিলাকে গণধর্ষণ করে। মহিলা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকেও মেরে ফেলার হুমকিও দেয়। ওই একদিন নয় এরপর অনেক দিন ওই বাড়িতে বন্দী করে রেখে বারবার গণধর্ষণ করে ওই অভিযুক্ত চারজন। শেষ পর্যন্ত মহিলাকোনোরকমে তাদের কবল থেকে নিজেকে মুক্ত করে থানায় তাঁর অভিযোগ জানান।