আহেমদাবাদ, ১১ ফেব্রুয়ারি: গুজরাটের (Gujrat) হরমি নাল্লার কাছ থেকে এবার পাকড়াও করা হল ৬ পাকিস্তানিকে। একের পর এক পাকিস্তানি মাছ ধরার নৌকা আটকের পর থেকেই গুজরাটের হরমি নাল্লা সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়ায়। সেই সঙ্গে হরমি নাল্লা ( Harami Nalla) সংলগ্ন এলাকায় কোনও পাকিস্তানি (Pakistan) লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও জোরদার তল্লাশি চালানো হয় বিএসএফের তরফে। অবশেষে হরমি নাল্লা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় ৬ পাকিস্তানিকে। মাছ ধরার নৌকায় করেই ওই পাকিস্তানিরা গুজরাটে প্রবেশ করেন কি না, সে বিষয়ে তল্লাশি চলছে।
BSF Gujarat has apprehended 6 Pakistani nationals in an ongoing operation against the intrusion of Pakistani fishing boats and fishermen in the area of Harami Nalla pic.twitter.com/gXjf8tuPpE
— ANI (@ANI) February 11, 2022
গুজরাটের হরমি নাল্লার কাছ থেকে শুক্রবার সকালে আটক করা হয় ৩টি পাকিস্তানি নৌকা। টানা তিনদিন ধরে তল্লাশির পর শুক্রবার ফের ৩টি পাকিস্তানি নৌকা আটক করে বিএসএফ। তবে ওই এলাকায় আরও কোনও পাকিস্তানি নৌকা লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চলছে বলে জানানো হয় বিএসএফের (BSF) তরফে।
আরও পড়ুন: Sanjay Dutt And Manyata Dutt: স্ত্রী মান্যতার 'যত্ন' নিচ্ছেন সঞ্জয় দত্ত, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত, বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত হরমি নাল্লার কাছ থেকে ১১টি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করা হয়। বায়য়ুসেনার চপার থেকে কমান্ডোরদের ৩টি দল নামিয়ে একের পর এক পাক নৌকা আটক করে বিএসএফ।