নয়াদিল্লিঃ চুলে তেল না মেখে স্কুলে আসার শাস্তি। ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা। গুজরাটের ঘটনায় শোরগোল। ঘটনা জানাজানি হতেই বরখাস্ত স্কুল শিক্ষিকা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছেগুজরাটে। জামনগরের স্বামীনারায়ণ গুরুকুল স্কুলে। মঙ্গবার সকালে স্কুলের মধ্য়ে এই ঘটনা ঘটান ওই শিক্ষিকা। স্কুল থেকে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা জানান ছাত্রীরা। এরপর ওই পরিবার জেলা শিক্ষা আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরই ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। পড়ুয়াদের অভিযোগ, আগেও একাধিক পড়ুয়াকে কড়া শাস্তি দেওয়া হয়েছে এই স্কুলে। ভুলবশত বই আনতে ভুলে গেলে ১০০ বার কান ধরে উঠবস করানো হত ছাত্রীদের। উল্লেখ্য, দিন কয়েক আগেই মধ্যপ্রদেশের স্কুলের এক ঘটনায় শোরগোল পড়েছিল মধ্যপ্রদেশজুড়ে। ছাত্রদের দিয়ে পা টেপানোর অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়, স্কুলের টিফিন টাইমে ছাত্রদের দিয়ে পা টেপান ওই শিক্ষক। ওই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা প্রকাশ্যে আসার পর শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
চুলে তেল নেই কেন? ছাত্রীদের চুলে কাঁচি চালালেন শিক্ষিকা
A Jamnagar sports teacher was dismissed for cutting a student’s hair with a blade over not applying oil. Parents slammed the culture of harsh punishments in schools, saying children now fear the very name of school. #Jamnagar #School #Punishment #Gujarat #CorporalPunishment pic.twitter.com/9AhWAZWzHt
— Patel Group of Institutions (@PatelGroupINC) September 25, 2025