আমেদাবাদ,১১ ডিসেম্বর: গুজরাট বিধানসভায় (Gujarat Elections 2022) প্রথমবার খাতা খুলেছে আম আদমি পার্টি (AAM Admi Party)। নরেন্দ্র মোদীর রাজ্যে ব্য়াপক প্রচার করে ১৮০টি আসে প্রার্থী দিয়ে আপ জেতে ৫টি আসনে। কিন্তু ভোটের ফলপ্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে গুজরাটের ভিসাভাদারের আপ বিধায়ক ভুপেন্দ্র ভায়ানি (Bhupendra Bhayani) বিজেপিতে যোগ দিলেন। ক দিন আগে অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে প্রচার করা ভুপেন্দ্র বললেন, গুজরাটের মানুষ বিজেপি ছাড়া আর কাউকে চায় না। নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তিনি আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
তবে শুধু একজন নয়, শোনা যাচ্ছে গুজরাটের বাকি চার আপ বিধায়কও বিজেপিতে যোগ দিতে চলেছেন। নরেন্দ্র মোদীর রাজ্যে পুরো আপ ইউনিটটাই বিজেপিতে মিশে যেতে পারে বলে জল্পনা।
ভূপেন্দ্রের দলত্যাগের ফলে অরবিন্দ কেজরিওয়ালের দল গুজরাটে পাঁচ থেকে চার বিধায়কের দল হয়ে গেল। আর বিজেপি সেখানে ১৫৭-তে চলে গেল। কংগ্রেস জেতে মাত্র ১৭টি বিধানসভা আসনে। আরও পড়ুন-গাছ থেকে না বলে আম পাড়ায় যুবতীদের তরোয়ালের আঘাত, কেরলে ধৃত ৩
দেখুন টুইট
Gujarat: Newly elected AAP MLA from Visavadar, Bhupendra Bhayani to join BJP.#GujaratElection2022
— Democracy Times Network (@TimesDemocracy) December 11, 2022
গুজরাটে ভোট যত এগিয়ে আসছিল আপ ছেড়ে বিজেপি-তে যোগদানের হিড়িক বাড়ছিল। আপ-এর এক প্রার্থীও ভোট শুরুর মুখে বিজেপিতে যোগ দেন। আপ গুজরাটে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধস নামায়। এতে কেজরির দল মোদীর রাজ্যে খাতা খুললেও, বিরোধীদের ভোট কাটাকাটিতে একেবারে সহজ জয় পায় বিজেপি। গুজরাটে এবার বিজেপি ৫২.৫০ শতাংশ ভোট পায়। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৭ শতাংশ, আপ-এর ১৩ শতাংশ। গতবারের চেয়ে গুজরাটে কংগ্রেসের ভোট কমে প্রায় ১৪ শতাংশ, অন্যদিকে, আপের ভোট বাড়ে প্রায় ১৩ শতাংশ। বোঝাই যাচ্ছে গুজরাটে হাতের ভোট ব্যাঙ্কেই ঝাড়ু চালিয়ে কংগ্রেসকে সাফ করেছে আপ।