Kerala Shocker: গাছ থেকে না বলে আম পাড়ায় যুবতীদের তরোয়ালের আঘাত, কেরলে ধৃত ৩
প্রতীকী ছবি

আলাপ্পুঝা: না বলে প্রতিবেশীর (neighbour) গাছ (tree) থেকে কয়েকটি আম (mangoes) পেড়েছিল কয়েকজন যুবতী (lady)। এর জেরে তাঁদের উপর তরোয়াল (sword) নিয়ে চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করল একদল ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) আলাপ্পুঝা (Alappuzha) এলাকায়। এর জেরে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ধৃতরা হল জয়েশ (Jayesh), সাজিত (Sajith) ও উল্লাস (Ullas)।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার মূল অভিযুক্ত জয়েশ ওরফে বিজু (৪০)-র সঙ্গে প্রতিবেশী পরিবারের (neighbour family) আগে থেকে গণ্ডগোল চলছিল। এর সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে হয়ে যাওয়া ওনাম উৎসবের (Onam festival) সময়। প্রতিবেশীর জায়গায় বাজি ফাটানোর (bursting crackers) সময় বিজুকে বাধা দিয়েছিলেন তাঁরা। সেই নিয়ে তুমুল অশান্তি হয় দুপক্ষের মধ্যে। এরপর থেকেই চাপা উত্তেজনা ছিল। আরও পড়ুন: Mobile Phone Blast: গেম খেলার সময় মোবাইলে বিস্ফোরণ, মথুরায় গুরুতর জখম কিশোর

গত ৬ ডিসেম্বর জয়েশের গাছ থেকে কয়েকটি আম পাড়ে প্রতিবেশী দুই বোন স্মিতা, মিনি এবং আরও তিন যুবতী। বিষয়টি নিয়ে রাত সাড়ে আটটার সময় ওই যুবতীদের সঙ্গে অশান্তি শুরু হয় জয়েশের। সঙ্গে তার কিছু বন্ধুও ছিল। কথা কাটাকাটির মাঝে নিতু নামে এক কিশোর জয়েশকে উল্টোপাল্টা কথা বলতে বারণ করে। এর ফলে আরও রেগে যায় সে। আর তারপর অভিযুক্তরা তরোয়াল নিয়ে যুবতীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাদের আক্রমণে গুরুতর জখম হন ওই কিশোরী এবং আরও দুই যুবতী। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর জয়েশ ওরফে বিজুকে কায়ামকুলামের (Kayamkulam) কুন্নাথালুম্মোডু (Kunnathaalummoodu) এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আরও পড়ুন: Cyclone Mandous: তামিলনাড়ু, অন্ধ্রে দাপট দেখিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস, জানাল আবহাওয়া দফতর