Arvind Kejriwal

আমেদাবাদ, ৪ নভেম্বর: গুজরাটে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইসুধান গাধবীর নাম ঘোষণা করা হল। জামনগর জেলার কচ্ছ অঞ্চলের জনপ্রিয় সাংবাদিক ইসুধানের কাঁধে ভর করে নরেন্দ্র মোদীর রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে অরবিন্দ কেজরিওয়াল। ঠিক যেমন পঞ্জাবে কমেডিয়ান-অভিনেতা ভগবন্ত মানকে দায়িত্ব দিয়ে বাজিমাত করে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসান কেজরি। মোদী রাজ্যে ভোটের দিনক্ষণ প্রকাশ পাওয়ার পরদিন অরবিন্দ কেজরিওয়ালের দল রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ৪০ বছরের ইসুধানকে মুখ হিসেবে তুলে ধরল। আপ-এর দাবি সমীক্ষা করে রাজ্যের মানুষের রায় নিয়েই গাধবী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হল।

গত বছর জুনে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন সাংবাদিক-অ্যাঙ্কর ইসুধান। বরাবরই মোদী বিরোধী কথা বলার জন্য জনপ্রিয় ইসুধান। আসন্ন গুজরাট নির্বাচনে ১৮২টি বিধানসভা নির্বাচনে কারও সঙ্গে জোট না করে একাই লড়বে আপ। ইতিমধ্যেই কিছু কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেজরির দল। আরও পড়ুন-পর্নোগ্রাফি দেখতে গিয়ে প্রতারণার শিকার ৮৩ বছরের বৃদ্ধ

দেখুন ভিডিও

গুজরাটে এসে বেশ কয়েকবার প্রচারও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১ ও ৫ ডিসেম্বর গুজরাটে দু দফায় বিধানসভা নির্বাচন। ৮ ডিসেম্বর ফলপ্রকাশ। ২৭ বছর ধরে একটানা ক্ষমতায় বিজেপি। মোদী রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। সেই হাওয়ায় কংগ্রেসের ভোট কেটে আপ আসলে বিজেপিকে সুবিধা করে দেয় না কি! নিজেদের আলাদা ভোট ব্যাঙ্ক তৈরি করে মোদী গড়ে আঘাত হানে সেটাই দেখার।

গতবার ক্ষমতা ধরে রাখলেও রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস গুজরাটে দারুণ লড়াই করেছিল। মোরবিতে সেতু ভাঙা কাণ্ডের পর বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। করোনার সময়ও রাজ্যে বিজেপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল যে কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিজয় রুপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটলকে গুজরাটের সিংহাসনে বসান অমিত শাহ। দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে কেজরির দল। গুজরাটে আপ পঞ্জাবের মত চমকপ্রদ কিছু করতে পারে কি না সেটাই দেখার।