মুম্বই: ওয়েবসাইটে পর্নোগ্রাফি (Porn website) দেখতে গিয়ে প্রতারণার (Duped) শিকার হলেন ৮৩ বছরের এক বৃদ্ধ। ৩২ হাজার টাকা গুণগার দিতে হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) শহরের বান্দ্রা-পশ্চিম (Bandra-West) এলাকায়। ইতিমধ্যে এই বিষয়ে একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দ্রা ব্যান্ডস্ট্রান্ড (Bandra Bandstand) এলাকার বাসিন্দা ৮৩ বছরের ওই বৃদ্ধের আমদানি (import) ও রপ্তানির (export) ব্যবসা (business) করেন। গত ২৯ অক্টোবর ১২টা নাগাদ তিনি নিজের কম্পিউটারে (computer) একটি পর্নোগ্রাফি ওয়েবসাইট খুলেছিলেন। এরপরই তাঁর কাছে একটি মেসেজ আসে যে তাঁর কম্পিউটারটি ব্লক (blocked) হয়ে গেছে।
ওই মেসেজে হুঁশিয়ারি দিয়ে আরও উল্লেখ করা হয়েছে যে, পর্নো সিনেমা (porn film) দেখা বেআইনি (illegal)। এর জন্য ৫ লক্ষ টাকা জরিমানা (penalise) নেওয়া হয়। আপনাকে একদিনের মধ্যে ২৯ হাজার টাকা দিতে হবে। না দিতে পারলে জেলে (Jail) যেতে হবে। ওই মেসেজের সঙ্গে পুলিশের মনোগ্রাম (monogram) দেওয়া একটি সর্তকতা চিহ্নও ছিল। গ্রেফতারির ভয়ে সঙ্গে সঙ্গে নিজের ডেবিড কার্ড ব্যবহার করে ওই ওয়েবসাইটে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে ৩২ হাজার টাকা পাঠিয়ে দেন ওই ব্যবসায়ী। কিছুক্ষণ পরে অবশ্য বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক গিয়ে নিজের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে বুঝতে পারেন যে টাকাটি কোনও পুলিশের অ্যাকাউন্টে যায়নি। বরং অন্য একটি অ্যাকাউন্টে গেছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশের তরফে তাঁকে সমস্ত ডিটেলস দিতে বলা হয়। তা দিতেই উপযুক্ত ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।