Shib Shakti Market Fire Photo Credit: X@ANI

গত সোমবার গুদামে আগুন লাগার ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই আবার অগ্নিকান্ডের শিকার গুজরাটের সুরাটের শিব শক্তি টেক্সটাইল মার্কেট। মঙ্গলবার ভোরে মার্কেটের ওপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ৮০০ টিরও বেশি দোকানের ব্যাপক ক্ষতি হয়। সকাল থেকেই আগুনের লেলিহান শিখায় পরিস্থিতি ভয়াবহ, পুরু ধোঁয়ায় চারিদিক ভরে গেছে।  অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরপরই জরুরি পরিষেবাগুলিকে সতর্ক করা হয়। ঘটনাস্থলে ৩০ টিরও বেশি দমকল ইঞ্জিন, অসংখ্য কর্মীরা অগ্নিকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য উপস্থিত আছেন। গতকাল থেকেই অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দাহ্য পদার্থ থাকায় কর্তৃপক্ষ আশেপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এখন পর্যন্ত, পরিস্থিতি গুরুতর, এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

চিফ ফায়ার অফিসার বসন্ত কুমার পারিখ সংবাদ সংস্থা এ এন আই-কে বলেন, "অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত বেশি কারণ সেখানে প্রচুর সামগ্রী রাখা ছিল। গতকাল সকাল ৮টার দিকে আমরা প্রথম ফোন পাই। আমরা বিল্ডিংয়ের কাঠামোর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত নই। এখন আমরা একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করছি এবং বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করছি। প্রায় ৫০% দোকানে আগুন লেগেছে।"

কী বললেন চিফ ফায়ার অফিসারঃ 

 

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অগ্নিনির্বাপণ অভিযান এখনও চলছে এবং আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিস্তৃত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আশেপাশের ভবনগুলিকে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কর্তৃপক্ষ আশেপাশের এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্কেব দিয়ে দেখছে। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

আগুন নেভানোর লড়াইয়ে এখনও দমকলঃ 

 

সুরাট হল ভারতের বৃহত্তম টেক্সটাইল হাবগুলির মধ্যে একটি এবং স্থানীয় অর্থনীতিতে এর বাজারের গুরুত্ব অপরিসীম। তবে দুদিন ধরে টেক্সটাইল মার্কেটে চলমান অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কারণ সুরাটের টেক্সটাইল শিল্পের মেরুদণ্ড এই মার্কেট। আগুনে ৮০০ টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে।