নয়াদিল্লি: ২০২২ ফেব্রুয়ারি মাসের তুলনায় এবছর ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহের (GST revenue) পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি (12% higher ) পেল। বুধবার অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট থেকে একথাই জানা গেছে।
ওই রিপোর্ট অনুযায়ী, এই বছর ফেব্রুয়ারি মাসে মোট এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। গত ১২ মাসে গড়ে ১.৪০ লক্ষ কোটি টাকার বেশি প্রতি মাসে জিএসটি সংগ্রহ হয়েছে।
👉 ₹1,49,577 crore gross #GST revenue collected in February 2023; 12% higher than #GST revenues in same month last year
👉 Monthly #GST revenues more than ₹1.4 lakh crore for 12 straight months in a row
Read more ➡️ https://t.co/hZMqDAHuWf
(1/2) pic.twitter.com/XCmoncVS3G
— Ministry of Finance (@FinMinIndia) March 1, 2023