দিল্লি, ২৬ অগাস্ট: নয়ডায় (Greater Noida Dowry Case) পণের দাবি গৃহবধূকে জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগে তোলপাড় গোটা দেশ। নিকি ভাটির (Nikki Bhati) খুনের ঘটনায় যখন 'জাস্টিস ফর নিকি' বলে স্লোগান উঠতে শুরু করেছে, সেই সময় একটি নয়া ভিডিয়ো সামনে এল।
যে ভিডিয়োয় (Bipin Bhati's Video) দেখা যাচ্ছে, নিকির স্বামী বিপিন ভাটি ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। বাড়ির নীচে যে মুদিখানার দোকান রয়েছে, সেখানে ছুটে বেরিয়ে আসতে দেখা যায় বিপিন ভাটিকে। কী কারণে বিপিন ভাটি ওইভাবে দৌঁড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নিকি ভাটির গায়ে আগুন লাগার পরপরই বিপিন ভাটিকে দেখা যায়, ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসতে। স্ত্রী নিকির গায়ে আগুন ধরিয়ে দিয়েই কি বিপিনকে দেখা যায়, সেখান থেকে ছুটে পালিয়ে যেতে! এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে বিপিন ভাটিকে দেখা যায় ঘরের বাইরে ছুটে বেরিয়ে আসতে...
View this post on Instagram
২০২৬ সালে বিপিন ভাটির সঙ্গে বিয়ে হয় নিকি ভাটির। নিকির বোন কাঞ্চনকে বিয়ে করে বিপিনের ভাই রোহিত। নিকি-বিপিনের বিয়ের ২ বছর কাটতে না কাটতেই শুরু হয় অশান্তি। সোনা, গয়না, নগদ দিয়ে মেয়ের বিয়ে দিলেও, বিপিন ভাটির চাহিদার অন্ত ছিল না। সেই সঙ্গে বিপিন বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে বলে জানা যায়। যা থেকে অশান্তির সূত্রপাত। এবং সেই অশান্তিই প্রাণ কেড়ে নেয় নিকি ভাটির।
বছর ২৮-এর ঝকঝকে তরুণীর মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। পণ প্রথার শেষ কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিকি ভাটির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনও। যে ঘটনা ঘটে গিয়েছে, তা অত্যন্ত উদ্বেগের বলে মত প্রকাশ করা হয় জাতীয় মহিলা কমিশনের তরফে।