Photo Credit Twiter

ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষপূর্তিতে শান্তিপূর্ণভাবে মিছিল করায় পুলিশ আটক করল মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে।তিনি জানিয়েছেন ভারত ছাড়ো দিবস উপলক্ষ্যে শান্তি মিছিল বের করা হলে মুম্বই পুলিশ তাঁকে আটক করে।

"সকাল ৭ টার সময় আমাকে আটক করা হয়, এবং বলা হয় আমাদের শান্তি যাত্রা আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটি বড় সমস্যা, আমি তিন ঘন্টা সেখানে ছিলাম। ১৯৪২ সালে বাপু এবং অন্যান্যরা গ্রেফতার হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে।আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আটক করে সেই সম্মান দেওয়ার জন্য।তাঁরা বলেছিল আমার এই মিছিলের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আমরা সন্ত্রাসবাদী নয়।"

১৯৪২ সালের আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন করেন মহাত্মা গান্ধী। সেই আন্দোলনের ৮১ তম দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছিল পদযাত্রা এবং অনুষ্ঠান।