(Photo Credits: PTI/File)

নতুন দিল্লি, ৩ জুন: ২০২১-২২ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund) আমানতের উপর ৮.১ শতাংশ হারে সুদ (Interest Rate) দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ২০২১-২২ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা আমানতের উপর সুদের হার (Interest Rate) ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার সুপারিশ করেছিল ইপিএফও-র ট্রাস্টি বোর্ড। সেই সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য। আজ এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রক।

এটি চার দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ সালের পর এত নিচে নামেনি ইপিএফ-তে সুদের হার। ওই সময় সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ।

এই সিদ্ধান্ত সম্ভবত ৬ কোটিও বেশি বেতনভোগী শ্রেণীর গ্রাহকদের হতাশ করবে। গত অর্থবছরে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ।