Sundar Pichai Meets PM Modi (Photo Credit: X)

নয়াদিল্লিঃ আমেরিকার বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব খুলতে উদ্যোগী গুগল (Google)। এই বৃহত্তম হাবের জন্য অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমকে বেছে নিয়েছে গুগল। আর এই জন্য ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা সংস্থার প্রধান সুন্দর পিচাইয়ের। ভারতীয় মুদ্রায় বিনিয়োগের অঙ্ক দাঁড়ায় ১৩.৩২ লক্ষ কোটি টাকা। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছে কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন সুন্দর পিচাই। এআই হাবের জন্য গুগলের এই বিনিয়োগকে 'যুগান্তকারী উন্নয়ন' বলে অভিহিত করেন ভারতীয় বংশোদ্ভূত সিইও সুন্দর পিচাই।

ভারতে 'যুগান্তকারী' বিনিয়োগ  গুগলের

ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "এবার ভারতের বিভিন্ন সংস্থা ও ব্যবহারকারীদের কাছে সেরা প্রযুক্তি পৌঁছে দিতে উদ্যোগী আমরা। দেশজুড়ে এআই-এর উদ্ভাবন মানুষকে উন্নত পরিষেবা দেবে।" উল্লেখ্য, দিল্লিতে আনুষ্ঠানিকভাবে গুগলের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এবং অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, "বিশাখাপত্তনমে গড়ে উঠবে ভারতের এআই হাব। যা ভারতের জন্য যুগান্তকারী হয়ে উঠবে। সমস্ত রকম পরিকাঠামো থাকবে এখানে। দ্রুত এই কাজে হাত লাগাব আমরা। শিল্প এবং প্রযুক্তি ভারতীয়দের জীবনে আরও উন্নতি আনবে। কর্মসংস্থান হবে। এআইকে মানুষের কল্যাণে লাগানো হবে, সমাজের কল্যাণের জন্য কাজ করবে এআই।"

ভারতে ১৩.৩২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল, কিন্তু কেন?