প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ৯ নভেম্বর: "করতারপুর করিডর (Kartarpur Corridor) এবং অযোধ্যা মামলার রায় (Ayodhya Verdict) জার্মানির বার্লিনের পাঁচিল ভেঙে ফেলার (demolition of Berlin Wall) মতোই।" অযোধ্যা মামলার রায়ের পর দেশবাসীর উদ্দেশে ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি বলেন, বার্লিনের পাঁচিল ভাঙা যেমন শান্তি ও ঐক্যের বার্তা এনেছিল। তেমনি এই আজকে বার্লিনে পাঁচিল ভাঙার দিনেই নতুন করে ঐক্যের নজির গড়ল ভারত। তিনি বলেন, "আজ ৯ নভেম্বর করতারপুর করিডর চালু হয়েছে। এই দিনটিতে অযোধ্যা রায় হয়েছে।" ৩০ বছর আগে পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করা পাঁচিল ধ্বংসের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, "৯ নভেম্বর বার্লিনের পাঁচিলও ভেঙে ফেলা হয়েছিল।" প্রধানমন্ত্রী বলেন, "এই তারিখটি একত্রে থাকার বার্তা প্রেরণ করে। আজ ভয় এবং নেতিবাচকতা থেকে দূরে সরে যাওয়ার একটি দিন। আজ বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের দিন।"

কয়েক দশকের পুরানো মন্দির-মসজিদ বিবাদ সংক্রান্ত রায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই রায় ইতিহাসের স্বর্ণালী অধ্যায়। সব পক্ষ এই রায় স্বাগত জানিয়েছে। এটি বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের প্রতিনিধিত্ব করছে। আজ এই মন্ত্রটি আবারও ফুটে উঠেছে," তিনি আরও বলেন, "আজ বিশ্ব দেখে নিল ভারতের গণতন্ত্র কতটা মজবুত এবং জীবন্ত। গোটা বিশ্ব জানে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র।" আরও পড়ুন: Ayodhya Verdict: অযোধ্যা রায়ে সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদির

মোদি বলেন, "অযোধ্যা বিবাদের প্রভাব অনেকগুলি প্রজন্মের উপরে পড়েছে ঠিকই। কিন্তু এ বার নতুন প্রজন্মকে নতুন ভারত গড়ার দিকে এগোতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। সর্বোচ্চ আদালতের আজকের রায় দেশেক এই বার্তাও দিয়েছে যে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধানও সংবিধানের অধীনেই সম্ভবব। তবে এই রাস্তা একেবারেই সহজ ছিল না। বিচারপতিরা সব পক্ষের কথা শুনেছেন। এবং রায়ও সর্বসম্মতির ভিত্তিতেই হয়েছে।"