মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৬ এপ্রিল: "প্লাজমা কোনও ধর্ম ও জাত চেনে না। কাজেই হিন্দু-মুসলিম ভুলে মানুষের প্রাণ বাঁচাতে প্লাজমা (Plasma) দান করুন।" করোনাভাইরাস মোকাবিলায় এই ভাষাতেই সম্প্রীতির বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal)। তিনি রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "যারা করোনাভাইরাসের কবল সেরে উঠেছেন, তাঁদের প্লাজমা দান করতে অনুরোধ করছি। সবাই যে এগিয়ে আসতে চেয়েছেন এবং মানুষের প্রাণ রক্ষা করতে চেয়েছেন, এতে আমি খুব খুশি। ভিন্ন ধর্ম, ভিন্ন জাতের মানুষদেরও অন্য সবাইকে বাঁচানোর চেষ্টা রয়েছে।" দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,"একজন মুসলমানের প্লাজমা কোনও হিন্দু রোগীর জীবন বাঁচাতে পারে বা হিন্দুর প্লাজমা একজন মুসলিম ব্যক্তির জীবন বাঁচাতে পারে। দেবতা মানুষের মধ্যে বৈষম্য করেনি। কেন আমরা আমাদের মাঝে প্রাচীর তৈরি করেছি? করোনাভাইরাস সকলকে প্রভাবিত করে, সে হিন্দু হোক বা মুসলমান।"

কেজরিওয়াল বলেন, কারও যদি কখনও অন্য কোনও ধর্মের প্রতি খারাপ ধারণা থাকে তবে তাদের কেবলমাত্র ভেবে নেওয়া উচিত যে একদিন তাদের প্লাজমা আপনার জীবন বাঁচাতে পারে। আমরা এই করোনভাইরাস সঙ্কট থেকে একটি শিক্ষা নিতে পারি যে আমরা একঙ্গে কাজ করলে কেউ আমাদের হরাতে পারবে না। তবে আমরা যদি নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যেতে থাকি তবে কোন আশা অবশিষ্ট থাকবে না।" দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "ঈশ্বর যখন পৃথিবী তৈরি করেন, তখন তিনি শুধু মানুষ তৈরি করেছিলেন। প্রত্যেকটা মানুষেরই দুটো চোখ রয়েছে, একটা দেহ রয়েছে। তাদের রক্ত লাল। ঈশ্বর আমাদের মধ্যে কোনও দেওয়াল তৈরি করে দেননি।" আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে ১৯৭৫ জন করোনা আক্রান্তের খোঁজ, মৃত্যু বেড়ে ৮২৬

সম্প্রতি করোনা মোকাবিলায় আশার খবর দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, রাজ্যের চার করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছিল। প্রত্যেকের ক্ষেত্রেই অত্যন্ত আশাব্যঞ্জক ফল পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, 'প্লাজমা থেরাপির ফল আশা দেখাচ্ছে।'