(Photo credits : ANI)

লখনউ, ১৩ সেপ্টেম্বর:  উত্তরপ্রদেশে (Uttar pradesh) বোরখা (Burqa) পরে আসায় কিছু ছাত্রীকে কলেজে (College) প্রবেশ করতে বাধা দেওয়া হল। অভিযোগের তীর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের (Firozabad) এসআরকে কলেজের (SRK College) এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে কলেজের পড়ুয়াদের মধ্যে। তবে কলেজ ছাত্রীদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের সাফাই, বোরখা কলেজের ইউনিফর্ম (Uniform) নয়। তাই ওই পোশাক পরে ছাত্রীরা কলেজে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে এসআরকে কলেজের অধ্যক্ষ (College Principal) প্রভাস্কর রাই (Prabhaskar Rai) জানিয়েছেন, "এটা কলেজের পুরনো নিয়ম যে,ইউনিফর্ম এবং আইডি কার্ড (I card) সহ শিক্ষার্থীদের (Students) কলেজে প্রবেশ করতে হবে। এতদিন কলেজে ভর্তি প্রক্রিয়া (Admission Process) চলছিল। তাই এই নিয়ম সেরকম জোর দিয়ে অনুসরণ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন তা সম্পন্ন হয়েছে। তাই, ১১ সেপ্টেম্বর থেকে পুনরায় এই নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল যে, ইউনিফর্ম এবং আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না। বোরখা কলেজের ড্রেস কোডের (Dress code) আওতায় আসে না। কেবলমাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরে এলেই কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হবে।" আরও পড়ুন- ভারতবর্ষের মুসলমানরা কেন নিরাপত্তাহীনতায় ভোগে, প্রশ্ন তুললেন আরএসএস নেতা কৃষ্ণ গোপাল

অন্যদিকে, কলেজের ছাত্রছাত্রীরা এই বিষয়ে জানিয়েছেন, "এর আগে এমনটা হয়নি।" এসআরকে কলেজের যে সমস্ত ছাত্রীকে কলেজের প্রবেশ করতে বাধা দেওয়া হয় তাদের মধ্যে এক ছাত্রী জানিয়েছেন, "আমি বুঝতে পারলাম না কেন ওঁরা কলেজে প্রবেশের অনুমতি দিল না। আমি ভিতরে ঢোকার চেষ্টা করেছি কিন্তু ওরা অনুমতি দেয়নি।