Girl Saved Baby by Alexa (Photo Credit: ANI UP/ X)

উত্তরপ্রদেশের বস্তি জেলায় ১৩ বছরের এক কিশোরীর নিজের দারুণ বুদ্ধি ব্যবহার করে একটি শিশুকে হনুমানের আক্রমণ থেকে বাঁচিয়েছে। মেয়েটি অ্যামাজনের ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সাকে (Alexa) তার বোনের বাড়িতে ঢুকে পড়া একটি হনুমানদের ভয় দেখানোর জন্য কুকুরের ঘেউ ঘেউ করার নির্দেশ দেয়। ঘটনাটি ঘটে মউয়ের আবাস বিকাশ কলোনিতে যখন ১৩ বছরের নিকিতা তার বোনের বাড়িতে যায়। বাড়ির দোতলায় রান্নাঘরের কাছে এক বছরের ভাগ্নির সঙ্গে খেলছিল সে। আচমকাই একটি হনুমান ঘরে ঢুকে রান্নাঘরের দিকে চলে যায়। বাড়ির পরিবারের সবাই অন্য ঘরে থাকায় তারা হনুমানের সম্পর্কে অজ্ঞাত ছিলেন। এরপর হনুমানটি রান্নাঘরে ঢুকে বাসন ছুঁড়ে সব কিছু লন্ডভন্ড করতে শুরু করে, এমনকি মেয়েদের কাছে গিয়ে তাঁদের আক্রমণ করারও চেষ্টা করে। Delhi High Court: স্বামীর ভুল না হলে, স্ত্রী বার বার শ্বশুরবাড়ি ছাড়লে, তা অপরাধ; মত দিল্লি হাইকোর্টের

শুনুন মেয়েটির বীরত্বের কাহিনী

কী হচ্ছে বুঝতে না পেরে শিশুটি তার মাকে ডাকতে শুরু করে। তখনই নিকিতা ফ্রিজে রাখা অ্যালেক্সা ডিভাইসটি দেখতে পায় এবং এটিকে কুকুরের ঘেউ ঘেউ করার নির্দেশ দেন। যন্ত্রটি তখন বিকট কুকুরের শব্দ করলে হনুমানটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটির পরিবার নিকিতার দ্রুত পদক্ষেপের জন্য অত্যন্ত গর্বিত, কারণ সে শুধু নিজেকেই নেই ছোট্ট শিশুটিকেও বাঁচিয়েছে। পরিবারের অন্যতম সদস্য পঙ্কজ ওঝা বলেন, অ্যালেক্সা এভাবে ব্যবহার করায় সেটা ভেবে তিনি অবাক হয়েছেন। অ্যামাজনের ক্লাউড-ভিত্তিক ভয়েস অ্যাসিস্টান্ট অ্যালেক্সা মূলত টাইমার সেট করা, প্রশ্নের উত্তর দেওয়া,গান বাজানো এবং আরও কিছু সেট-আপ করা থাকলে ঘরের আল-ফ্যান চালানো বন্ধর কাজেও ব্যবহৃত হয়।