পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। সম্প্রতি বিহারের বেগুসরাইতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে নিয়ে সমালোচনা করে বসেন তিনি। পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে নিয়েও তীর্যক মন্তব্য করেন গিরিরাজ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশগুলিতে বোরখার বিরুদ্ধে ও নারী ক্ষমতায়নের সমর্থনে লড়াই চলছে। ভারতেও বোরখা প্রথার বিরুদ্ধে লড়াই চলছে। কিন্তু মৌলবাদী সংগঠনগুলি এর বিরুদ্ধে। একাধিক মুসলিম ধর্ম প্রচারকরা বোরখার সমর্থনে বিতর্কিত মন্তব্য করছে। রাহুল গান্ধী বা লালুপ্রসাদ যাদবরা পারলে এদের সমর্থন করবে।

অন্যদিকে বাংলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলা এখন হিংসার রাজনীতিততে পরিণত হয়েছে। আর ওখানকার সরকার আইন কানুন নিজেদের পকেটে পুরে রেখেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের জন্যই কাজ করে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী ভোটে জিততে চায়। তাই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আর কয়েকবছর পর এই বাংলাকে বাংলাদেশ বানিয়ে ফেলবে।

গিরিরাজের এই মন্তব্যের চরম বিরোধীতা করেছেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, গিরিরাজ সিং মনুষ্যজাতির মধ্যে পড়ে না। ওনার যেকোনও মন্তব্য খুবই ক্ষতিকর ও অগ্রহণযোগ্য। আমার মতে ওনাকে এখনই েকেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত। উনি যেভাবে অসাংবিধানিক ও অশালীন মন্তব্য করেন, তা নিঃসন্দেহে দেশ ও জাতির পক্ষে ক্ষতিকারক। তাই বিজেপির এই ধনের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।