দিল্লি, ১২ অগাস্ট: বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের অফিসে। সোমবার ইন্ডিয়া জোটের (INDIA Bloc) সদস্যদের কেন নির্বাচন কমিশনের অফিসে যেতে দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসআইআর হলে, তা গোটা দেশ করা হোক। বেছে বেছে বাংলা কিংবা বিহারে কেন বলে প্রশ্ন তোলেন অভিষেক। সেই সঙ্গে যে ভোটার তালিকার উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে, বিজেপির ২৪০ জন সাংসদ নির্বাচিত হয়েছেন, প্রথমে সেই সরকার ভাঙা হোক। তারপর গোটা দেশে এসআইআর করা হোক বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। কেন্দ্রীয় সরকার ভাঙার পর এসআইআর হলে তাঁদের কোনও আপত্তি থাকবে না বলেও মত প্রকাশ করেন অভিষেক (Abhishek Banerjee)।
যা নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী সরকারের ১১ বছরের আমলে, তাঁর বিরুদ্ধে কেউ কোনও দুর্নীতি দেখাতে পারেনি। অথচ ইউপিএ সরকারের ১০ বছরের শাসনকালে দুর্নীতি, বিতর্ক ছিল মধ্যমে। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দুর্নীতি দেখাতে না পেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা হুমকি দিচ্ছেন বলে কটাক্ষ করেন গিরিরাজ সিং।
শুনুন কী বললেন গিরিরাজ সিং...
VIDEO | Reacting to TMC leader Abhishek Banerjee's statement after Opposition march to ECI in Delhi against SIR exercise in Bihar, Union Minister Giriraj Singh (@girirajsinghbjp) says, "There is no one in the country who could prove any allegation against Narendra Modi in 11… pic.twitter.com/6wKZvycbeQ
— Press Trust of India (@PTI_News) August 12, 2025
সোমবার বিরোধীদের বিক্ষোভ
সোমবার নির্বাচন কমিশনে যাবেন বলে দিল্লিতে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। দিল্লিতে বিক্ষোভ চলাকালীন বিরোধীদের সেখান থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এরপর তাঁদের নির্বাচন কমিশনের অফিসে যেতে দেওয়া হয়নি। যা নিয়ে সরব হন সায়নীরা। বিরোধীদের বিক্ষোভে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগরা। যা নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক।
তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, দিল্লি পুলিশ যে ব্যবহার বিক্ষোভরত বিরোধী সাংসদদের সঙ্গে বিশেষ করে মহিলা সাংসদের সঙ্গ করেছে, তা সঠিক নয়।