দিল্লি, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভক্ত' হয়ে গেলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেন, নরেন্দ্র মোদী (Narendra Modi) যা করছেন, তা প্রশংসনীয়। মোদী একজন 'উদার' মানুষ। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি বহুবার মোদীর বিরোধিতা করেছন। এমনকী জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) থেকে ৩৭০ ধারা বাতিল হোক কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা হিজাব বিতর্ক, প্রত্যেকবারই মোদীর বিরোধিতা করেছেন। তা সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে কখনও তাঁর বিরুদ্ধে হিংসাত্মক কোনও মনোভাব দেখাননি বলে জানান গুলাম নবি আজাদ।
প্রসঙ্গত ২০২২ সালে কংগ্রেস ত্যাগ করেন আজাদ। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে গুলাম নবি আজাদ নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন। ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি নামে একটি পৃথ দল তৈরি করেন গুলাম নবি আজাদ। শুধু তাই নয়, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর জম্মু কাশ্মীরের একাধিক হাত শিবিরের নেতাকে নিয়ে ওই সময় দল ছাড়েন গুলাম নবি আজাদ।
I must give credit to Modi for what I did to him. He was too generous. As Leader of the Opposition I did not spare him on any issue be it Article 370 or CAA or hijab. I got some bills totally failed but I must give him the credit that he behaved like a statesman, not taking… pic.twitter.com/RFyd6PYwU8
— ANI (@ANI) April 4, 2023