Photo Credits: ANI

পোর্টব্লেয়ার: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman & Nicobar Island) অন্তর্গত একটি দুর্গম এলাকা থেকে সাতজন বিদেশি চোরাশিকারিকে (foreign poachers) গ্রেফতার করলেন ভারতীয় সেনার (Indian Army)  ঘাতক দলের (Ghatak team) সদস্যরা।

রবিবার এপ্রসঙ্গে আন্দামান ও নিকোবর কমান্ডের তরফে জানানো হয়, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের (ICG ship) তরফে খবর দেওয়া হয় ব্যারেন দ্বীপের (Barren Island) কাছে একটি সন্দেহজনক বোট ঘোরাফেরা করছে। এরপরই যৌথ ভাবে তল্লাশি চালানো শুরু হয় ওই এলাকায়। ভারতীয় সেনার একজন আধিকারিক, সহকারী আধিকারিক ও ২১ জন জওয়ানকে নিয়ে একটি ঘাতক দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছিল। ওই দল ২৪ ঘণ্টার মধ্যে দুর্গম এলাকা থেকে ৭ জন বিদেশি চোরাশিকারিকে গ্রেফতার করে।

বর্তমানে ঘাতক দলের একাধিক সদস্য স্বশস্ত্র হেলিকপ্টার ও বিমান নিয়ে ব্যারন দ্বীপের চারিদিকে তল্লাশি চালাচ্ছে। চোরাশিকারিদের কোনও জিনিস লুকিয়ে রাখা আছে কিনা তার সন্ধান চালানো হচ্ছে। আরও পড়ুন: Tripura Elections 2023: কংগ্রেসের সুদীপ গড় উদ্ধারে আগরতলায় পাপিয়া দত্তকে প্রার্থী বিজেপির