নয়াদিল্লিঃ ভারত(India) ভ্রমণে এসে ফের ধর্ষণের শিকার বিদেশিনী। এ বার ঘটনার কেন্দ্রবিন্দু তেলেঙ্গানার(Telangana) হায়দরাবাদ(Hyderabad)। বন্ধুর শহর থেকে ফেরার পথে ক্যাব চালকের লালসার শিকার জার্মান মহিলা। ঘটনাটি ঘটেছে গত ৩১ মার্চ রাতে। ক্যাবে চেপে বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিলেন নির্যাতিতা। পথে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ক্যাব চালকের খোঁজ চলছে।
ভারত ভ্রমণে এসে যৌন হেনস্থার শিকার জার্মান তরুণী
জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২৫ বছর। জার্মানির বাসিন্দা। ভারত ভ্রমণে এসেছেন। ভারতে এসে এক বন্ধুর সঙ্গে দেখা করতে হায়দরাবাদে এসেছিলেন তিনি। এদিন রাতে ক্যাবে চেপে বিমানবন্দরে যাচ্ছিলেন। অভিযোগ, পথে মামিদপল্লীর কাছে একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ক্যাব চালক। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে পালায় সে। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। পাহাদিশরিফ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই ধৃত ক্যাব চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বন্ধুর শহরে এসে ধর্ষণের শিকার বিদেশিনী, পলাতক ধৃত ক্যাব চালক
Hyderabad Shocker: German Woman Allegedly Raped by Cab Driver on Way to Airport Near Mamidipally, Probe Onhttps://t.co/gKUHcnQlL1#Hyderabad #Mamidipally #GermanTourist #Rape @jsuryareddy
— LatestLY (@latestly) April 1, 2025