মুম্বই, ২৭ অক্টোবর: ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপানো হোক। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এমনই আবেদন করতে শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। দেশের আর্থিক উন্নতির জন্য নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপানো হোক বলে দাবি করেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির কর্ণধরের ওই মন্তব্যের পর তার তীব্র বিরোধিতা করলেন অভিনেত্রী গওহর খান। ভোটের লক্ষ্যে রাজনৈতিক দলের নেতারা এভাবে বার বার ধর্মকে ব্যবহার করছেন। ধর্মকে ব্যবহার করে রাজনীতি তাঁরাই করেন যাঁরা অত্যন্ত দুর্বল হন। এমনই মন্তব্য করতে শোনা যায় বলিউডের মডেল অভিনেত্রীকে। আরও বেশি আসন কীভাবে জেতা যায়, তারজন্যই এই ধরনের মন্তব্য বলে আম আদমি পার্টিকে কটাক্ষ করতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, এবার সময় এসেছে, আম আদমি পার্টিকে আনফলো করার। এমন মন্তব্যও করেন প্রাক্তন মিস ইন্ডিয়া গওহর খান।
Alas a leader who I thought was focused on development has fallen prey to the race of winning in politics. Religion is used only by the weakest kind of politicians . The greed of wanting to win a state election can make u so different. #sad Time to unfollow .
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) October 27, 2022
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নকুল মেহতাও অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন।
And they all fall down.. EVENTUALLY. https://t.co/2pk7e4Q0PU
— Nakuul Mehta (@NakuulMehta) October 26, 2022
সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল বলেন, দেশে যে নোট এবার ছাপানো হবে, তার একদিকে মহাত্মা গান্ধীর মুখ থাক। অন্যদিকে লক্ষ্মী, গণেশের ছবি থাক। নোটে লক্ষ্মী, গণেশের মুখ থাকলে, দেশে আর্থিক উন্নতি ঘটবে বলে মন্তব্য করেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর থেকেই গোটা দেশ জুড়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।