![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/05/BJP-flags-784x441-380x214.jpg)
গান্ধীনগর, ৫ অক্টোবর: আগামী বছর গুজরাটে (Gujrat) বিধানসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বিজেপি (BJP)। গান্ধীনগর পৌর নির্বাচনে (Gandhinagar Municipal Corporation) বড় জয় পেল রাজ্য তথা দেশের শাসক দল। গান্ধীনগর পৌর নিগমের ৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪১টিতে জিতল বিজেপি। কংগ্রেস (Congress) পেয়েছে মাত্র ২টি ওয়ার্ড। সেখানে সবচেয়ে বড় কথা অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (Aam Aadmi Party) এই প্রথম নরেন্দ্র মোদীর রাজ্যের গান্ধীনগরে একটা ওয়ার্ডে জিতল। পাশাপাশি ১৭ শতাংশ ভোটও পেল তারা। তবে কংগ্রেসের ভোট ব্যাঙ্কেই ধস নামল আপ। যে কারণে কংগ্রেসের আসন গতবারের চেয়ে ১৪টা কমে গেল। আপ আগেই ঘোষণা করেছে, গুজরাটে আগামী বছর বিধানসভা নির্বাচনে তারা প্রার্থী দেবে। রবিবার গান্ধীনগর পুরসবা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা-ও। মোট ৫৬ শতাংশ ভোট পড়েছিল।
গতবার গান্ধীনগর পৌর ভোটে বিজেপি ও কংগ্রেস উভয়েই ১৬টি করে ওয়ার্ডে জিতেছিল। তবে পুর বোর্ড শেষ অবধি বিজেপিই গড়েছিল কারণ কংগ্রেসের দাপুটে কাউন্সিলর প্রবীন প্যাটেল দলবদলে বিজেপিতে গিয়ে মেয়র হয়েছিলেন। আরও পড়ুন: 'প্রিয়াঙ্কা গান্ধী জেলে, মন্ত্রী বাইরে ঘুরছেন কেন?' লাখিমপুর নিয়ে প্রশ্ন শিবসেনার
গান্ধীনগরে বড় জয়ের পর বিজেপি-র বক্তব্য এই জয় তাদের মনোবল বাড়াবে। বিজয় রুপানিকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে ভূপেন্দ্র প্যাটেলকে বসানোর পর এটাই ছিল গুজরাটে প্রথম ভোট। অবশ্য গান্ধীনগরের শহরাঞ্চলে বরাবরই বিজেপির দাপট। এখানের ভোট দিয়ে গোটা রাজ্যের পালস্ যাচাই করা ভুল হবে।
গান্ধীনগরে ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ও কংগ্রেস-প্রতিটি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল। সেখানে আম আদমি পার্টি ৪০টি ওয়ার্ডে প্রার্থী দেয়। শুধু একটা ওয়ার্ডে জেতাই নয়, বেশ কিছু ওয়ার্ডে ভাল ভোটও পায় আপ। এর আগে সুরাট পুর নির্বাচনে ২৫টি ওয়ার্ডে জিতেছিল তারা।