দিল্লি, ৫ অক্টোবর: লাখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে৷ লাখিপুরের ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী তোপ দাগতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে৷ মোদীজি লাখিমপুরে কেন যাচ্ছেন না বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ লাখিমপুর নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut )৷
রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করতে গিয়ে শিবসেনা নেতা (Shiv Sena) সঞ্জয় রাউত বলেন, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে৷ প্রিয়াঙ্কার গ্রেফতারির পর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা অত্যন্ত দরকারি৷ আইন যদি প্রত্যেকের জন্য একই হয়, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী কেন জেলে এবং মন্ত্রী কেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত৷
দেখুন সঞ্জয় রাউত কী বললেন..
Shiv Sena leader Sanjay Raut met Congress leader Rahul Gandhi in Delhi
Before meeting he said, "Priyanka Gandhi is arrested so it's necessary to meet Rahul Gandhi. If the law is equal for everyone then why Priyanka Gandhi is in jail & the minister is roaming free." pic.twitter.com/18jxFAGMEc
— ANI (@ANI) October 5, 2021
প্রসঙ্গত, লাখিমপুর খেরির ভিডিয়ো প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী একাধিক প্রশ্ন তোলেন৷ অভিযুক্ত কেন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে প্রধানমন্ত্রী মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেত্রী৷