Priyanka_Gandhi (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৫ অক্টোবর: লাখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে৷ লাখিপুরের ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী তোপ দাগতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে৷ মোদীজি লাখিমপুরে কেন যাচ্ছেন না বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ লাখিমপুর নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut )৷

রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করতে গিয়ে শিবসেনা নেতা (Shiv Sena) সঞ্জয় রাউত বলেন, প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে৷ প্রিয়াঙ্কার গ্রেফতারির পর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা অত্যন্ত দরকারি৷ আইন যদি প্রত্যেকের জন্য একই হয়, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী কেন জেলে এবং মন্ত্রী কেন বাইরে ঘুরে বেড়াচ্ছেন বলে প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত৷

আরও পড়ুন:  Lakhimpur Kheri Violence: 'লাখিমপুরে আমি বা আমার ছেলে দুর্ঘটনার সময় ছিলাম না', তদন্ত হোক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

দেখুন সঞ্জয় রাউত কী বললেন..

 

প্রসঙ্গত, লাখিমপুর খেরির ভিডিয়ো প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী একাধিক প্রশ্ন তোলেন৷ অভিযুক্ত কেন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে প্রধানমন্ত্রী মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেত্রী৷