Ajay Mishra (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৫ অক্টোবর: 'লাখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence)ঘটনায় আমি কিংবা আমার ছেলে কেউ জড়িত নই৷ আমাদের কাছে তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে৷ ওই ঘটনার সময় লাখিমপুর খেরিতে আমি বা আমার ছেলে হাজির ছিলাম না৷ যে কোনও ধরনের তদন্তের মুখোমুখে হতে আমরা রাজি৷' যারা ওই ঘটনার জন্য দায়ি, অপরাধীরা যাতে কোনওভাবে ছাড় না পায়, তার ব্যবস্থা করতে হবে৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র (Ajay Mishra)৷

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা তাঁরা জানেন না৷ পাশাপাশি তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা কনভয়ে যেভাবে হামলায় চালায়, সেখানে তাঁর ছেলে থাকলে, প্রাণে বাঁচতেন না বলেও দাবি করেন অজয় মিশ্র৷ ওই ঘটনার সময় তাঁর ছেলে কিংবা তিনি সেখানে থাকলে, কোনওভাবেই সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন না৷ লাখিমপুর খেরিতে সেদিন যেভাবে হাজারের বেশি মানুষ হাজির ছিলেন, তাঁদের হাত এড়িয়ে দুর্ঘটনা (Accident) ঘটিয়ে সেখান থেকে পালাতে পারতেন না বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷

আরও পড়ুন: Lakhimpur Kheri violence: লাখিমপুরের ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকলে কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেবেন, দাবি অজয় মিশ্রর

প্রসঙ্গত লাখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকার কোনও প্রমাণ মিললে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র৷