দিল্লি, ৫ অক্টোবর: 'লাখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence)ঘটনায় আমি কিংবা আমার ছেলে কেউ জড়িত নই৷ আমাদের কাছে তার পর্যাপ্ত প্রমাণ রয়েছে৷ ওই ঘটনার সময় লাখিমপুর খেরিতে আমি বা আমার ছেলে হাজির ছিলাম না৷ যে কোনও ধরনের তদন্তের মুখোমুখে হতে আমরা রাজি৷' যারা ওই ঘটনার জন্য দায়ি, অপরাধীরা যাতে কোনওভাবে ছাড় না পায়, তার ব্যবস্থা করতে হবে৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র (Ajay Mishra)৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা তাঁরা জানেন না৷ পাশাপাশি তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা কনভয়ে যেভাবে হামলায় চালায়, সেখানে তাঁর ছেলে থাকলে, প্রাণে বাঁচতেন না বলেও দাবি করেন অজয় মিশ্র৷ ওই ঘটনার সময় তাঁর ছেলে কিংবা তিনি সেখানে থাকলে, কোনওভাবেই সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন না৷ লাখিমপুর খেরিতে সেদিন যেভাবে হাজারের বেশি মানুষ হাজির ছিলেন, তাঁদের হাত এড়িয়ে দুর্ঘটনা (Accident) ঘটিয়ে সেখান থেকে পালাতে পারতেন না বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷
প্রসঙ্গত লাখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলে জড়িত থাকার কোনও প্রমাণ মিললে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র৷