দিল্লি, ৮ সেপ্টেম্বর: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন। ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জি ২০। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকরা হাজির হবেন। জি ২০ সম্মেলনে যখন আন্তর্জাতিক রাষ্ট্রনেতারা হাজির হবেন, সেই সময় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের। জি ২০ সম্মেলনের নৈশভোজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এইচ ডি দেবেগৌড়াদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এইচ ডি দেবেগৌড়া এবং মনমোহন সিং নৈশভোজে হাজির হবেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুজানানো হয়নি। তবে জি ২০ সম্মেলনের নৈশভোজে প্রায় ৫০০ বিসনেস লিডার হাজির হবেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জি ২০ সম্মেলনের নৈশভোজে হাজির হবেন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন নীতীশ। ২০২২ সালের জুলাই মাসের পর থেকে এবার ফের নীতীশ কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে বলে খবর।
নীতীশ কুমারের পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জি ২০ সম্মেলনের নৈশভোজে হাজির হবেন বলে জানা যায়। ইন্ডিয়া থেকে ভারত, দেশের নাম পরিবর্তনের জল্পনা এবং বিতর্কের মাঝে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নৈশভোজে হাজির হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় বিজেপির তরফে।