Hyderabad Traffic Constable: রোগীকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে ব্যস্ত রাস্তায় নিঃস্বার্থ দৌড় কনস্টেবলের,  পেলেন পুরস্কার
পুরস্কার নিচ্ছেন জি বাবজি (Photo Credits: Twitter)

হায়দরাবাদ, ৫ নভেম্বর: অ্যাম্বুল্যান্সে কাতড়াচ্ছে অসহায় রোগী। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব সামলানো পুলিশকর্মীর সঙ্গে সেই রোগীর কোনওরকম সম্পর্ক নেই। তবুও দিনের ব্যস্ত সময়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দিতে প্রায় ২ কিলোমিটার দৌড়লেন জি বাবজি (Hyderabad Traffic Constable:)। যানজট দূর করে রোগীকে সময়মতো সেদিন হাসপাতালে পৌঁছে দেওয়াকেই নিজের কর্তব্য মনে করেছিলেন ওই কনস্টেবল। ব্যস্ত রাস্তা ধরে সামনে ছুটছেন পুলিশকর্মী। পিছনে অ্যাম্বুল্যান্স। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনরা জি বাবজির প্রশংসায় পঞ্চমুখ। এমন নিঃস্বার্থ কাজের জন্য বৃহস্পতিবার জি বাবজিকে পুরস্কৃত করল হায়দরাবাদ পুলিশ। গত সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কোটি এলাকার অন্ধ্র ব্যাংক ও জিপিও জংশনের মধ্যবর্তী এলাকায়। আরও পড়ুন-Arnab Goswami Arrest: অর্ণব গোস্বামীর গ্রেপ্তারি, পুলিশকে নোটিশ মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের

কনস্টেবল জি বাবজির এক সহকর্মী তাঁর কর্মকাণ্ডটি ভিডিও করে রাখেন। এরপর গত বুধবার সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে প্রচারের আলোয় চলে আসে। এমন নিঃস্বার্থ দায়িত্ব পালন দেকে মুগ্ধ নেটিজেনরা ওই কনস্টেবলকে বাহবা দিতে ভোলেননি। হু হু করে শেয়ার হয়েছে সেই ভিডিও। ওই দিন জিপিও জাংশন থেকে কোটি পর্যন্ত দৌড়ে রাস্তার বাইকারদের সাহায্যে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা করে দিয়েছিলেন ওই কনস্টেবল। ওই রোগী যাতে সময়মতো হাসপাতালে ভর্তি হতে পারেন তা দেখার জন্য জি বাবজি নিজের থানা এলাকা ছাড়িয়ে গিয়েও সহযোগিতার হাত বাড়িয়েছেন। সময়মতো হাসপাতালে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করেছেন।