প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৯ অক্টোবর: এবার ব্যাংকে টাকা জমা রাখতে গেলে বা ব্যাংক থেকে টাকা তুলতে গেলেও গ্রাহককে দিতে হবে আলাদা ফি (Bank Customers to Pay Fees)। ইতিমধ্যেই এই খাতে গ্রাহকের থেকে ফি নিতে শুরু করেছে ব্যাংক অফ বরোদা। যদিও এই নয়া নিময় চালু হবে আগামী ১ নভেম্বর থেকে। যদিও গ্রাহকদের থেকে এই খাতে আদৌ টাকা নেওয়া হবে কি না তানিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এদিকে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তের খবরে ফের তোপ দেগেছেন প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়াল। তিনি বলেন, গ্রাহকের কোমর ভাঙার উপহার দিল কেন্দ্র। অমর উজ্জ্বালা রিপোর্ট অনুসারে ব্যাকিং সেক্টরে গ্রাহকরা এই নয়া রদবদল দেখবেন আগামী ১ নভেম্বর থেকে। আরও পড়ুন-KIFF Rescheduled: করোনার কাঁটায় পিছিয়ে জানুয়ারিতে ২৬-তম কলকাতা চলচ্চিত্র উৎসব, দেখে নিন দিনক্ষণ

যেখানে বলা হয়েছে, মাসে তিনবার ব্যাংক থেকে টাকা তুললে তার জন্য কোনও চার্জ লাগবে না। তবে যদি সেই টাকা তোলার সময় বেড়ে চারবার হয়ে গেলেই লাগবে চার্জ। একেকবারে ১৫০ টাকা করে কাটা হবে। সেভিংস অ্যাকাউন্টে একমাসে তিনবার পর্যন্ত বিনামূল্যে টাকা জমা করতে পারবেন। তিনবারের বেশি হলেই প্রতিবাদে ৪০ টাকা করে ফি দিতে হবে। তবে প্রবীণ ব্যক্তিরা কিন্তু এথেকে ছাড়া পাচ্ছেন না। অর্থাৎ একমাসে তিন বারের বেশি ব্যাংক থেকে টাকা তুললে বা তিন বারের বেশি টাকা জমা করলেও তাঁরাও দেবেন অতিরিক্ত চার্জ।