আজাদপুর সবজি মান্ডি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: রাজধানীতে নতুন করোনা আক্রান্তের সন্ধান মিল আজাদপুর সবজি মান্ডিতে (Azadpur Sabzi Mandi)। সেখানকার ১১ জন ব্যবসায়ী করোনাভাইরাস পজিটিভ। উত্তরের জেলা শাসক দীপক শিন্ডে বলেছেন, “যাঁরা মান্ডির সঙ্গে যুক্ত নন কিন্তু আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।” ইতিমধ্যেই কোভিড-১৯ পজিটিভ  এক ব্যবসায়ীর মৃত্যু হওয়ায় আজাদপুরের পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীদের ২৭ এপ্রিল থেকে এক সপ্তাহ ছুটি নিতে বলেছে প্রশাসন। সবজি বাজারের কোনও ব্যবসায়ী কোভিড-১৯-এ মারা গেলে কেজরিওয়াল সরকার তাঁর পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য করবে।

প্রায় এক সপ্তাহ আগেই ঠিক হয় যে যতদিন না লকডউন উঠছে, ততদিন রাজধানীতে সবজির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আজাদপুর সবজি বাজার ২৪ ঘণ্টা খোলা থাকবে। মূলত লকডাউনের বাজারে চাষিরা যাতে তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারেন। এবং সবজির অযথা দাম বেড়ে যাওয়াকে নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আরও পড়ুন- Arnab, Aag, Tej, Vyom, Gati: অর্ণব, আগ, তেজ, গতি, ব্যোম; ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আসন্ন সাইক্লোনের নামকরণ করল দিল্লি

বুধবার দেশে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা পৌঁছালো ৩১ হাজার ৩৩২-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সবমিলিয়ে দেশে করোনার বলি এক হাজার সাত। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ হাজার ৬২৯ জন। ৭ হাজার ৬৯৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। করোনার গ্রাসে থাকা মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ হচ্ছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৭২৯ জন। মৃতের সংখ্যা ৪০০ ছুঁয়েছে। গত কাল মুম্বইতেই মৃত্যু হয়েছে ২৫ জনের। শুরু থেকে এ পর্যন্ত মুম্বইতে করোনায় মৃত ২৪৪ জন।