নয়াদিল্লিঃ দিল্লিতে (Delhi) ফের ভাঙল (House Collapsed) বহুতল। সোমবার গভীর রাতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। আহত বহু। এখনও পরজন্য ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে, এদিন মধ্যরাতে উত্তর দিল্লির সব্জি মান্ডি থানা এলাকার পাঞ্জাবি বস্তি এলাকার একটি বাড়ি আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বেশকিছু গাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লি পুরসভা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটি। মেরামতি না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল সেটি। এই ঘটনায় পুরসভার দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। তাঁদের দাবি, 'কেন আগেই বাড়িটির কোনও ব্যবস্থা করা হল না পুরসভার তরফে?' রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও জারি উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে এখনও বেশকিছুজনের আটকে থাকার আশঙ্কা।
মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আহত ১৪
#WATCH | Delhi: A four-storey building collapsed in Punjabi Basti area under Sabzi Mandi PS of North Delhi late last night. Visuals from the spot this morning. The building was vacant at the time of the incident. A few vehicles trapped under the debris. 14 people in the adjacent… pic.twitter.com/9eQF9aGpez
— ANI (@ANI) September 9, 2025