নয়াদিল্লিঃ ভুয়ো পাসপোর্ট(Passport) থেকে শুরু করে বানিয়ে ফেলেছেন সমস্ত ভারতীয় নথি। দশবছর ধরে দিব্যি ভারতে(India) বাস করছিলেন। অবশেষে বেঙ্গালুরু(Bengaluru) থেকে গ্রেফতার পাকিস্তানি(Pakistani) পরিবার। এই পরিবাররে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে নিয়ে অবৈধভাবে এতদিন ভারতে বাস করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে ওই পরিবারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট সহ একাধিক জ্বাল নথি পাওয়া গিয়েছে। সেইসব তথ্য খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “গত ১০ বছর ধরে ওই পরিবার ভারতে রয়েছে। এক বছর আগে বেঙ্গালুরুতে এসেছে। ১০ বছর ধরে তাঁরা কোথায় কোথায় ছিলেন, তা বলতে পারব না। কিন্তু, এতদিন তাঁদের কেন খোঁজ পেল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? পুঙ্খানুপুঙ্খ তথ্য না থাকলে পাসপোর্ট বানানো যায় না। কোথা থেকে এসব পেল এই পরিবার? কীভাবে এই ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলল?”
বেঙ্গালুরু থেকে গ্রেফতার পাকিস্তানি পরিবার
Pakistanis Arrested in Chennai
Four Pakistani nationals who were living in the outskirts of Bengaluru under different identities were arrested by intelligence officials at Chennai international airport as they arrived from Dhaka, Bangladesh. Police said the suspects Rashid Ali… pic.twitter.com/EV6c6PtBZb
— Salah Uddin Shoaib Choudhury (@salah_shoaib) September 30, 2024