২০২০ সালে করোনাকালের সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও একই সিদ্ধান্ত জারি রাখা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি বন্ধ ছিল এতদিন। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন চরণ মাঝি। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান তিনি। আজ, বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে। সকাল থেকেই মন্দির চত্বর সেজে উঠেছে। মুখ্যমন্ত্রী সহ ওড়িশার সাংসদ বিধায়করাও উপস্থিত আছেন সেখানে। অনুষ্ঠানের সূচনায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি সহ দলের অন্যান্য নেতারা জগন্নাথ মন্দিরের 'পরিক্রমা' করেন। দেখুন সেই ছবি-
#WATCH | Puri: Odisha CM Mohan Charan Majhi arrived at Jagannath temple where all four gates are to be opened for devotees.
Puri MP Sambit Patra, Balasore MP Pratap Chandra Sarangi and other ministers and leaders of the party are also present. pic.twitter.com/t5SLvUbXpb
— ANI (@ANI) June 13, 2024
#WATCH | Puri: Odisha CM Mohan Charan Majhi along with Puri MP Sambit Patra, Balasore MP Pratap Chandra Sarangi and other leaders of the party do 'Parikrama' of the Jagannath temple. pic.twitter.com/mK1TDI7lfq
— ANI (@ANI) June 13, 2024
#WATCH | Puri: Odisha CM Mohan Charan Majhi offers prayers at Jagannath temple where all four gates are to be opened for devotees.
Puri MP Sambit Patra, Balasore MP Pratap Chandra Sarangi and other ministers and leaders of the party are also present. pic.twitter.com/aTqxOWJDJ3
— ANI (@ANI) June 13, 2024
মন্দির পরিক্রমা করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন
#WATCH | Puri: Odisha CM Mohan Charan Majhi says, "We had proposed to open all the four gates of Jagannath Temple in yesterday's cabinet meeting. The proposal was passed and today at 6:30 am, I along with my MLAs and Puri MP (Sambit Patra) attended the 'Mangala aarti'... For the… pic.twitter.com/lnftjeTgoi— ANI (@ANI) June 13, 2024