চেন্নাই: ভারতীয় সংবিধানের রচয়িতা বিআর আম্বেদকর (BR Ambedkar) ও দলিত (Dalits) সম্প্রদায়ের মানুষদের নামে বিতর্কিত মন্তব্য (controversial remarks) করার অভিযোগ উঠেছিল। এর জেরে বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন নেতা আরবিভিএস মানিয়ানকে (Former VHP leader RBVS Maniyan) তামিলনাড়ুর (Tamil Nadu) রাজধানী চেন্নাইয়ে (Chennai) অবস্থিত তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।
চেন্নাই পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ের টি নগর ভারতীয় বিদ্যা ভবনে (T Nagar Bharathiya Vidhya Bhavan) একটি আধ্যাত্মিক অনুষ্ঠান (Spiritual event) চলছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলিত সম্প্রদায়ের মানুষ ও বিআর আম্বেদকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা আরবিভিএস মানিয়ান। যার ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল (Viral video) হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। দায়ের হয়ে পুলিশের কাছে অভিযোগও। তার ভিত্তিতে বৃহস্পতিবার সকালে প্রাক্তন ভিএইচপি নেতা মানিয়ানকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার (arrest) করে পুলিশ। পরে তাঁকে আদালতে তোলা হয়।
ধৃতের নামে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ (১)(এ), ৫০৫(১)(বি) ও ৫০৫(২) এবং তপশিলি জাতি ও উপজাতি নির্যাতন বিরোধী আইন ১৯৮৯ (Scheduled Castes and the Scheduled Tribes (prevention of atrocities) Act 1989)-এর ৩(১)(আর), ৩(১)(ইউ) ও ৩(১)(ভি) ধারায় মামলা দায়ের হয়েছে। আরও পড়ুন: Jammu And Kashmir: অনন্তনাগে এনকাউন্টার অব্যাহত, জঙ্গিদের খোঁজে ড্রোনের তল্লাশি