মাসখানেক হল সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেন এস আব্দুল নাজির (S Abdul Nazeer )। এবার সেই অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নাজিরককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাবরি মসজিদ থেকে নোটবন্দি নিয়ে গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্র সরকারের পক্ষে রায় দিয়েছিলেন নাজির। তারই পুরস্কার হিসেবে তাঁকে রাজ্যপাল করল কেন্দ্র। এমনই অভিযোগ তুলে সরব বিরোধীরা। যদিও এর সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেখতে নিষেধ করছেন বিজেপি নেতারা। চলতি বছর ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর নেন আব্দুল নাজির।
আব্দুল নজিরকে এনে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও পড়ুন-মহারাষ্ট্রে বাড়ছে বাঘের মৃত্যু, নদী থেকে উদ্ধার শার্দূলের মরদেহ
মহারাষ্ট্র, অসম, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড সহ দেশের ১৩টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। কংগ্রেস শাসিত তিন রাজ্যেই রাজ্যপাল বদল হল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে রাজ্যপাল হিসেবে আনা হল রাজস্থান বিজেপির শীর্ষ তথা বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া-কে। রাজনৈতিক দিক থেকে অস্থির মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হচ্ছেন রমেশ রাইস। একের পর এক বিতর্কিত মন্তব্যে মারাঠি ভাবাবাগে আঘাত দেওয়া বিতর্কিত ভগত সিং কোশিয়ারি নিজে থেকেই মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে সরে যেতে চেয়েছিলেন। এবার তাঁর জায়গায় আনা হচ্ছে রমেশ বাইসকে। যে রমেশ বাইস এতদিন ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কাজ করছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় পরিবেশ ও বনমন্ত্রকের দায়িত্বে ছিলেন রমেশ।
ক মাস আগেই নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে হিমাচলপ্রদেশ, এবার সেখানে আসতে চলেছে নতুন রাজ্যপাল। কংগ্রেস শাসিত হিমাচলের রাজ্যপাল হচ্ছেন শিবপ্রতাপ শুক্লা। বর্তমানে হিমাচলের রাজ্যপালে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে পাঠানো হচ্ছে বিহারের রাজভবনের দায়িত্বে। হিমাচলে বিজেপি থেকে কংগ্রেসের হাতে সরকার আসতেই বদলে গেল রাজ্যপাল।