প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রতিষ্ঠাতা শিবু সোরেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, কিডনির সমস্যায় ভুগছিলেন. সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হওয়ায় দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত এক মাস ধরে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল।সেখানেই আজ (৪ অগস্ট, ২০২৫,সোমবার) সকাল ৮.৫৬ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। তাঁর ছেলে এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) শিবু সোরেনের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন।
Former Jharkhand Chief Minister Shibu Soren passes away, confirms his son and Jharkhand CM Hemant Soren. pic.twitter.com/k7FicMLUed
— ANI (@ANI) August 4, 2025
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শিবু সোরেন। পাশাপাশি আমৃত্যু এই দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য এই দল গঠন করে তিনি শুরু করেন ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলন। ঝাড়খণ্ড রাজ্য গঠনের জন্য দীর্ঘ ও কঠিন আন্দোলনের ফলস্বরূপ ২০০০ সালে বিহার থেকে আলাদা হয়ে ঝাড়খণ্ড একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় কয়লা মন্ত্রীর পদেও তাঁকে দেখা গেছে।
ঝাড়খণ্ডী রাজনীতিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শিবু সোরেন (Former Jharkhand Chief Minister Shibu Soren)। আদিবাসীদের অধিকারের জন্য তাঁর সংগ্রাম এবং 'গুরুজি' হিসেবে তাঁর পরিচিতি সর্বজনবিদিত। এই মুহূর্তে তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।