বেঙ্গালুরু, ২২ এপ্রিল: কর্ণাটকের (Karnataka) প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের (Former DGP Om Prakash ) মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন পুলিশ কর্তাকে খুনের আগে তাঁর স্ত্রী পল্লবী একাধিক বিষয়ে গুগলে সার্চ করে। মানুষের গলার কাছে যে শিরা এবং রক্তনালী রয়েছে, তা কেটে ফেললে কি মৃত্যু হতে পারে? এমন সব প্রশ্ন গুগলের কাছে করে প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রী। শুধু তাই নয়, ওম প্রকাশকে খুনের আগে তাঁর স্ত্রী (Wife) পল্লবী প্রথমে লঙ্কার গুড়ো ছিটিয়ে স্বামীর উপর হামা চালায়। তারপর গরম তেল ছিটিয়ে দেয় তাঁর দিকে। ওম প্রকাশ যখন লঙ্কার গুড়োর ঝাঁঝ এবং তেলের গরমে চোখ খুলতে পারছিলেন না, সেই সময় পল্লবী তাঁর উপর ঝাপিয়ে পড়ে ছুরি চালাতে শুরু করে। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
প্রসঙ্গত ওম প্রকাশকে খুনের পর অন্য পুলিশ কর্তার স্ত্রী তথা নিজের বান্ধবীকে ফোন করেন পল্লবী। 'রাক্ষসকে মেরে দিয়েছি' বলে মন্তব্য করেন তিনি।পল্লবীর ওই বক্তব্য নিয়েই পালটা প্রশ্ন উঠছে। ওম প্রকাশ কি সত্যিই স্ত্রীকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করতেন যার জেরে তাঁকে এভাবে খুন করা হয়? যার উত্তর পুলিশ খুঁজছে।
সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh)মীরাটে এমনই একটি নৃশংস খুনের ঘটনা ঘটে। যেখানে স্ত্রী এবং তার প্রেমিক মিলে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে (Merchant Navy Officer Murder) খুন করে। খুনের পর নেভি অফিসারের দেহ খণ্ডিত করে, ড্রামে ভরে সিমেন্ট পেস্ট করে। সৌরভ রাজপুত নামে ওই নেভি অফিসারের খুনের খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
সেই একই রকমভাবে এবার প্রাক্তন পুলিশ কর্তাকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্ত্রী বিরুদ্ধে।