তিরুবনন্তপুরম, ২৫ অগাস্ট: সম্পত্তির লোভে মাকে বিষ খাইয়ে মেরে ফেলল মেয়ে (Kerala Woman)। কেরালার ত্রিশূরে এই ঘাতক মেয়েকেই গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করেছে, এর আগে বাবাকেও একবার বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল সে। ধৃত মহিলার নাম ইন্দুলেখা (৩৯)। ৫৯ বছরের রুক্মিনীদেবীর পাকস্থলীতে পাওয়া রাসায়নিক পরীক্ষা করে জানা যায় তার মধ্যে বিষ আছে। তারপরেই তাঁর মেয়ে ইন্দুলেখাকে গ্রেপ্তার করে পুলিশ। আরও পড়ুন-Rajasthan: ভুয়ো আয়কর হানার গল্প সাজিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, খোয়া গেল ৯০ লক্ষের গয়না ও টাকা
পুলিশের জানিয়েছে, ইন্দুলেখা গুগলে ইঁদুর মারার বিষ সম্পর্কে খোঁজ নিয়ে। তারপর তা কিনে এনে মা রুক্মিনীদেবীকে খাবারের সঙ্গে খাইয়ে দেয়। প্রথমে মায়ের সবসময়ের কাজের মেয়ে ইন্দদুলেখার কুকর্মে সহযোগিতা করলেও পরে পুলিশি জেরায় সত্যিটা স্বীকার করে নেয়।
সহায়িকা পুলিশকে জানিযয়েছে, ইন্দুলেখার স্বামী বাইরে থাকেন । খুব শিগগির তিনি দেশে ফিরবেন। তার আগেই ইন্দুলেখা বাবা-মায়ের সম্পত্তির মালিক হতে চায়। সব সম্পত্তি নিজের নামে করে নিয়ে তারর বিক্রি করার পরিকল্পনা সে ছকে ফেলে। স্বেচ্ছায় বাবা-মা তার এই কাজে সায় দেবেন না। তাই অসৎ উপায়ে কার্যসিদ্ধি করতে চেয়েছিল।
গত সপ্তাহে যখন রুক্মিনী দেবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন ইন্দুলেখা চিকিৎসকদের বলে, মায়ের জন্ডিস হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে বড় হাসপাতালে দেওয়া হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। তারপরই চিকিৎসকরাদেহের ময়নাতদন্ত করালে এদেহে বিষের অংশ পাওয়া যায। বিষয়টি জানাজানি হয়ে যেতেই কাজের মেয়ে খোলে। ধরা পড়ে যায় ইন্দুলেখা।
জেরায় ইন্দুলেখা স্বীকার করেছে, এর আগে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে বাবাকেও খুন করতে চেয়েছিল। কিন্তু চায়ের স্বাদ অন্যরকম হওয়ায় তিনি সেটি খাননি। তাই সে যাত্রায় বেঁচে যান। এহেন চক্রান্তের নেপথ্যে ইন্দুলেখা একাই, নাকি আরও কেউ জড়িত। তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।