উত্তরপ্রদেশের পরিস্থিতি (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ টানা বৃষ্টিতে ভিজছে উত্তরপ্রদেশ(Uttar Pradesh) নাগাড়ে বৃষ্টির (Heavy Rain) জেরে জল বেড়েছে নদীগুলির(River) কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদী জল ঢুকছে গ্রামে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন নীচু এলাকার মানুষজন গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে উত্তরপ্রদেশে মোট ১২ জনের মৃত্যুর খবর মিলেছেলাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা বহু জায়গায় লোকালয়ে ঢুকে পড়েছে জল প্লাবিত উত্তরপ্রদেশের ১৭ টি জেলা

বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত্যু ১২ জনে

বন্যা কবলিত আগ্রা, লখিমপুর, কানপুর নগর, গাজিপুর, প্রয়াগরাজ, মির্জাপুর, হামিরপুর, ফতেপুরের মতো জেলা ক্ষতিগ্রস্ত মোট ৯০৫ বাড়ি ৪,০১৫ হেক্টরেরও বেশি কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। শুধু যমুনাই নয়, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা সরযূ নদীও পরিস্থিতি সামাল দিতে তৎপর যোগী প্রশাসন এলাকায় এলাকায় মোতায়েন পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই একাধিক বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ত্রাণ এলাকায় মোট ৯০৫টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ১১,২৪৮ জন মানুষকে এছাড়া জেলায় জেলায় উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন ত্রাণ কমিশনার ভানু চন্দ্র গোস্বামী

ফুঁসছে গঙ্গা যমুনা সরযূ, জলের তলায় উত্তরপ্রদেশ, মৃত্যু ১২ জনের