Flight (Photo Credit: X)

দিল্লি, ২২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু-বারাণসী ( Bengaluru–Varanasi Flight Scare) বিমানে ছড়াল আতঙ্ক। বেঙ্গালুরু-বারাণসী (Bengaluru-Varanasi Flight) বিমানে  এক ব্যক্তি মাঝ আকাশে ককপিটে প্রবেশ করতে যান। বিমান যখন উড়ছিল, সেই সময় মাঝ আকাশে ককপিটে ঢুকতে যান এক ব্যক্তি। যা নিয়ে ছড়ায় আতঙ্ক। রীতিমত জোর করে বিমানের ককপিটে ঢুকতে যান এক ব্যক্তি। কী কারণে ওই ব্যক্তি বিমানের ককপিটে প্রবেশ করতে যান, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে ছড়ায় আতঙ্ক। যার জেরে হু হু করে সেই খবর ছড়িয়ে পড়ে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) IX-1086 বিমানের ককপিটে প্রবেশ করতে যান এক ব্যক্তি। যা দেখে পাইলট-ইন-কমান্ড সেই ব্যক্তিকে বাধা দেন। ওই ব্যক্তি যাতে কোনওভাবে ককপিটে প্রবেশ করতে না পারেন, তার জন্য পদক্ষেপ করেন সহ বিমান-চালক। বিমানের অন্য কর্মীরাও ওই ব্যক্তিকে আটকে রাখেন যতক্ষণ না পর্যন্ত বিমানটি বারাণসীতে পৌঁছতে পারে। এরপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি বারাণসীতে পৌঁছতেই তড়িঘড়ি সিআইএসএফ এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বর্তমানে ওই ব্যক্তিকে জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের তরফে মুখ খোলা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানান, তাঁরা ওই ঘটনা সম্পর্কে অবহিত। তবে ওই ব্যক্তি শৌচাগারের খোঁজে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করছিলেন কি না না বুঝে, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষার জন্য আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে। কোনওভাবে যাতে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিপর্যয় থেকে রক্ষা পায় শনিবার 

গত শনিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বেঙ্গালুরু-গ্বালিয়রের একটি বিমান প্রছম চেষ্টায় রানওয়েতে নামতে পারেনি। দ্বিতীয় চেষ্টায় বিমানটি অবতরণ করতে পারে বলে জানা যায়। ১৬০ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু-গ্বালিয়রের বিমানটি প্রথমবারে যখন অবতরণ করতে পারেনি, তা নিয়ে আশঙ্কা ছড়ায়। তবে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় ভালভাবে অবতরণ করে বলে জানা যায়।