প্রতীকী ছবি (Pixabay)

নয়াদিল্লিঃ মাঝ আকশে (Mid Air) বিমান (Flight)। দুরন্ত গতিতে গন্তব্যের দিকে ছুটে চলেছে সে। হঠাৎ বিমানসেবিকার বিশেষ ঘোষণা। যা শুনে থ হয়ে গেলেন যাত্রীরাও (Passengers)। মাইক্রোফোন তুকে হঠাৎ বিমানসেবিকা বলে উঠলেন, "আমি চাকরি ছেড়ে দিচ্ছি" কিছু না বুঝেই হাততালি দিয়ে উঠলেন যাত্রীরা। কিন্তু কেন মাঝ আকাশে এমন ঘোষণা করলেন ওই বিমানসেবিকা?

কেন এমন ঘোষণা করলেন বিমানসেবিকা?

জানা গিয়েছে, ভাগ্য খুলে গিয়েছে তাঁর। জিতেছেন জ্যাকপট। ৫০০ টাকা দিয়ে অনলাইনে একটি লটারির টিকিট কেনেন তিনি। আর সেই লটারিতেই ২১.৮৩ কোটি টাকা জেতেন তিনি। আর কোটিপতি হয়ে মাঝ আকাশেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। আবেগের বশবর্তী হয়ে তা ঘোষণাও করে বসেন তিনি। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই বিমানসেবিকা জানান, কখনও অনলাইনে লটারির টিকিট কেনেন না তিনি। এই প্রথম ৫০০ টাকা খরচ করে একটি টিকিট কিনেছিলেন। আর তাতেই ভাগ্য খুলে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। ওই বিমানসেবিকা আরও জানান, বিমানবন্দরেই জ্যাকপট জেতার খবর পেয়েছিলেন। কিন্তু তাতে বিশ্বাস করেননি তিনি। লটারি সংস্থার কাছ থেকে পাকা খবরের আশায় ছিলেন। তাই মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছিলেন। মাঝ আকাশে লটারি সংস্থার থেকে পাকা খবর পেতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি ভাবতেই পারিনি এমনটা হবে। আমি খুব খুশি।"

আমি চাকরি ছাড়ছি' মাঝ আকাশে ঘোষণা বিমানসেবিকার