কলকাতা, ৩০ অক্টোবর: ফের রক্তাক্ত উপত্যকা। ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের কাশ্মীর সফরের দিন পাঁচ বাঙালি শ্রমিককে (5 Bengali Labourers) খুন (Murder) করল জঙ্গিরা (Terrorists)। আরও একজন গুরুতর জখম হয়ে শ্রীনগরের হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এবং মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।
মঙ্গলবার কুলগামের (Kulgam) কাটারসুতে একটি বাড়িতে কর্মরত শ্রমিকদের ওপরে গুলি চালায় জঙ্গিরা। এলাকাটি হিজবুলের ঘাঁটি বলে মনে করা হয়। জঙ্গিদের গুলিতে নিহত হন মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘির বোখারা গ্রামের ৫ শ্রমিক। তাঁরা হলেন রফিক, কামরুদ্দিন, মুরসালিম, নইমুদ্দিন, রফিকুল। জহিরুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মাসখানেক আগে তাঁরা কাশ্মীর গিয়েছিলেন বলে জানা যায়। জম্মু ও কাশ্মীরের পুলিশ ANI- কে জানিয়েছে, "নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং তল্লাশি চালাচ্ছে। আরও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। নিহত ব্যক্তিরা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা সেখানে দিনমজুরের কাজ করতে এসেছিলেন"।আরও পড়ুন, পুলওয়ামায় স্কুলের সামনে লাগাতার গুলি চালিয়ে উধাও জঙ্গির দল, তদন্তে নামল সেনাবাহিনী
West Bengal: Family & friends of the five labourers (who were shot dead by terrorists in Kulgam, Jammu and Kashmir yesterday) in mourning in Murshidabad. pic.twitter.com/oeVbHxubnk
— ANI (@ANI) October 30, 2019
শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। মৃতদের মধ্যে একজনের মায়ের বক্তব্য, ছেলে এবছর কাশ্মীর যেতে চায়নি। কিন্তু শেষপর্যন্ত সবাই গেলে সেও সঙ্গে যায়। ও যাওয়ার সময় বলেছিল কাশ্মীর থেকে মাসখানেক পর এসেই ধান কাটবে। কিন্তু তা আর হল না। এনিয়ে গত ২ সপ্তাহে কাশ্মীরে মোট ১১ জন অ-কাশ্মীরিকে খুন করল জঙ্গিরা।