শনিবার সকালে গুজরাটের ভদোদরায় (Vadodara) অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বাইক আরোহী। জানা যাচ্ছে একটি দমকলের গাড়ি উল্টে যায়। আর তার ঠিক পাশ দিয়েই এক মহিলা স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। জলের ট্যাঙ্কার সজোরে উল্টে পড়ে তাঁর গাড়ির ওপরে। কিন্তু তার কয়েক সেকেন্ড আগেই টাল সামলাতে না পেরে স্কুটি থেকে উল্টে পড়ে সে। হালকা চোট লাগলেও গুরুতর কোনও সমস্যা হয়নি বলেই খবর। এদিন এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে দমকলের ট্যাঙ্কারটি রাস্তার এক সাইড থেকে অন্য দিকে আসার জন্য ডানদিকে ঘুরতে যাচ্ছিল। সেই সময় হঠাৎই বেসামাল হয়ে গাড়িটি পুরো উল্টে যায়। আর ওই সময়ই অন্য প্রান্ত থেকে একটি স্কুটি ও একটি বাইক আসছিল। বাইকটি তবুও কোনওমতে বেরিয়ে যায়। তবে স্কুটিটি চাপা পড়ে ট্যাঙ্কারের তলায়।
এই ঘটনায় ওই মহিলার পাশাপাশি ট্যাঙ্কারের চালও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ভদোদরা পুরসভা পরিচালিত এই গাড়িটি দমকলের গাড়িটি গনেশনগরের দাবৌ রোডের ওপর দিয়ে যাচ্ছিল। দমকল সূত্রের খবর, গাড়িটি একটি জায়গায় অগ্নি নির্বাপনের জন্য দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনায় হতাহত না হলেও দুই গাড়ির চালক অল্পবিস্তর আহত হয়েছেন। ফলে তাঁদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়।
দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ...
A massive road accident took place near Dabhoi Road, Ganesh Nagar, Vadodara. CCTV footage of the entire incident surfaced. pic.twitter.com/edyjTXjiwJ
— Baba Banaras™ (@RealBababanaras) July 20, 2024
যদিও দুর্ঘটনার পর স্থানীয় মানুষরা গাড়ির চালকের ওপর ক্ষোভ উগরে দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে চালককে এখনও গ্রেফতার করেনি বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।