বেঙ্গালুরু, ১০ জুলাই: বাড়ছে হৃদরোগে (Heart Attack) আক্রান্তের সংখ্যা। গত ৪০ দিনে পরপর ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তাও আবার হৃদরোগে আক্রান্ত হয়ে। কর্ণাটক (Karnataka) থেকে এবার এমনই চিন্তার খবর প্রকাশ্যে আসছে। কর্ণাটকের হাসান জেলায় ৪০ দিনে ২৩ জনের মৃত্যু হয়েছে হৃদরোগের জেরে। ফলে সাধারণ মানুষ স্থানীয় হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন। কেউ বুকে ব্যাথা আবার কেউ অন্য উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হচ্ছেন। আবার কেউ কেউ দুশ্চিন্তার জেরে শুধুমাত্র নিজের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিতেই হাসপাতালে পৌঁছে যাচ্ছেন। ফলে কর্ণাটকের এই জেলায় রীতিমত আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে।
রিপোর্টে প্রকাশ, হাসান জেলায় গত ৪০ দিনে যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৬ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। ৮ জনের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। ফলে যুবক থেকে শুরু করে মাঝ বয়সীরা কেন এত প্রবলভাবে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে মানুষ প্রবলভাবে আতঙ্কগ্রস্থ হয়ে পড়তে শুরু করেছেন। সেই কারণেই হাসপাতালে ভুরি ভুরি মানুষ ভিড় জমাচ্ছেন চিকিৎসার জন্য।
দেখুন হৃদরোগ নিয়ে কীভাবে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মানুষের মনে...
कर्नाटक : हार्ट अटैक का डर, दहशत में हजारों की संख्या में अस्पताल पहुंचे लोग
हासन ज़िले में पिछले 40 दिनों में हार्ट अटैक से 23 मौतें हो चुकी हैं
इनमें से छह की उम्र 19 से 25 साल के बीच थी
वहीं, आठ की उम्र 25 से 45 साल के बीच थी#Karnataka | #HeartAttack | Karnataka… pic.twitter.com/hax9ax9iRO
— News24 (@news24tvchannel) July 10, 2025
একের পর এক করে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর যখন আসছে, সেই সময় মানুষ ছুটে যাচ্ছেন হাসপাতালে চিকিৎসার জন্য...
Panic in Karnataka after Hassan heart attack surge
Mysuru: Massive rush at hospitals for heart check-up
India Today's @snehamordani joins us for more on the story#Hassan #Karnataka #HeartAttacks #Mysuru | @anjileeistwal pic.twitter.com/ZuEzr9X9bu
— IndiaToday (@IndiaToday) July 9, 2025