Photo Credits: PTI

কেওয়াইসি (KYC) লিঙ্ক করানো না থাকলে জানুয়ারির ৩১ তারিখ এর পর বন্ধ করা হবে সমস্ত ফাস্টট্যাগ (Fastag)। এই মর্মে বিবৃতি দিল ন্যাশন্যাল হাইওয়ে অথোরিটি ইন্ডিয়া (NHAI)। সম্প্রতি একই গাড়িতে অনেকগুলি ফাস্ট ট্যাগ চালু করার এবং রিজার্ভ ব্যাঙ্কের গাইড লাইন না মেনে কেওয়াইসি না থাকার বিষয়টি উঠে আসায় এমন সিদ্ধান্ত নিল ন্যাশন্যাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়ার। রাস্তায় গাড়ি চালানোর জন্য টোল ট্যাক্সের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো থেকে মুক্তি দিতে কেন্দ্র সরকার ফ্যাশ ট্যাগ চালু করে দিতে হত। এই প্রযুক্তির সাহায্যে এখন ফাস্টট্যাগের সাহায্যে কয়েক মিনিটের মধ্যে টোল ট্যাক্স দেওয়া হচ্ছে। ফাস্টট্যাগ-এর মাধ্যমে টোল সংগ্রহ ব্যবস্থাকে সহজ করতে সরকার জোর দিয়েছে।

একই গাড়িতে বহু ফাস্ট ট্যাগ লাগানোর ক্ষেত্রে লাগাম টানতে একটি গাড়ি একটি ফাস্ট ট্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এনএইচএআই। বর্তমানে যে ফাস্ট ট্যাগটি লাগানো থাকবে সেই ফাস্ট ট্যাগটি যেন অবশ্যই কেওয়াইসি করানো থাকে। না হলে সমস্যায় পড়তে হতে পারে গাড়ির চালককে।

FASTag-এ কেওয়াইসি লিঙ্ক করতে হলে কী কী করতে হবে--

কী কী নথি বা ডকুমেন্ট লাগবে

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে নিম্নলিখিত জিনিসগুলির একটি দিলেই হবে:

বৈধ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড

পাশাপাশি, আপনার গাড়ির রেজিস্ট্রেশন কপি (RC) কপি।

কী করতে হবে

১) FASTag ইস্যু করা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।

২) যে ব্যাঙ্ক থেকে FASTag ইস্য়ু করেছিলেন সেই ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় য়ান।

২) সেখানে গিয়ে KYC আপডেট ফর্ম চেয়ে নিন।

৩) ফর্মটি ভাল করে পড়ে নিভুলভাবে পূরণ করুন।

৪) তারপর সেই ফর্মটি ব্যাঙ্কে জমা দিন।

KYC একবারে না করা থাকলে সেটিকে পুরোপুরি-KYC করতে হলে--

IHMCL FASTag portal (https://fastag.ihmcl.com/?LGCode=MKTG&icid=learning-centre) যান।

রেজিস্টার মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করুন। তারপর ওটিপি বা পাসওয়ার্ড দিন।

মাই প্রোফাইল সিলেক্ট করে, কাস্টার টাইপ দিন।

সমস্ত ফর্মটি পূরণ করুন। ঠিকানা যাচাই করার নথি দিন। যে সব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলি দিন। আধার নম্বর ও প্যান দিন।

সাবমিশনের সাতদিনের মধ্যে আপনার KYC-র প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

NHAI ফ্যাশট্যাগ সব টোল প্লাজা, পেট্রোল পাম্প অথবা অনলাইনে পাওয়া যাবে।