Drone (Photo Credit: ANI/Twitter)

দিল্লিতে (Delhi) যাতে কৃষকরা প্রবেশ করতে না পারে, তার জন্য আঁটসাট ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana) থেকে কৃষকরা যাতে দিল্লিতে (Delhi) প্রবেশ করে বিক্ষোভ দেখাতে না পারে, তার জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। এবার আরও বড় পদক্ষেপ প্রশাসনের। কাঁদানে গ্যাস ভর্তি ড্রোন ওড়ানো হল আকাশে। কৃষকদের মিছিলকে ছত্রভঙ্গ করতে এবার আকাশ থেকে কাঁদানে গ্যাস ভর্তি ড্রোন কাজ করবে। হরিয়ানা-পাঞ্জাবব শম্ভু সীমান্তে ওই কাঁদানে গ্যাস ভর্তি ড্রোন কাজ করছে।

আরও পড়ুন: Farmers Delhi Chalo: কৃষকদের 'দিল্লি চলো' অভিযান ঘিরে কড়া নিরাপত্তার মোড়ক, মোতায়েন পুলিশ, আধা সেনা

দেখুন সেই ভিডিয়ো...