Representative Image (Photo Credit: File)

দিল্লিতে (Delhi) রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণীর। শুক্রবার রাতে একটি হোটেলের রুম থেকে উদ্ধার হল বছর ২৪-এর এক মহিলার ঝুলন্ত দেহ। হোটেল কর্তৃপক্ষর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও খুনের সন্দেহ একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সূত্রের খবর হোটেলে মহিলা ও তাঁর স্বামী আগেরদিনে চেকইন করেছিলেন। তবে এদিন ভোরের দিকে রুম থেকে বেরিয়ে যান মৃতের স্বামী। তারপরেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

মৃতের পরিবারের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ

দিল্লির ১৮-এর কেশোপুর মান্ডির একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম পূজা, সে ফরিদাবাদের বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী নরেশ পলাতক। যদিও এই ঘটনার পর মৃতের পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়। তবে পূজার বাবা-মায়ের বক্তব্য ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ।

তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

হোটেলের কর্মী জানিয়েছেন, সকালের দিকে নরেশ নামে ব্যক্তিটি হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। এদিকে রুম থেকেও সারাদিনে কোনওকিছু অর্ডার না আসায় সন্দেহ হয় কর্মীদের। তখন তাঁরা রুমের দরজা খুলে এই দৃশ্য দেখতে পান। তারপরেই তাঁরা থানায় খবর দেয়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।